নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ভোট না দেওয়ায় চার বাড়ির মানুষের যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পরাজিত মেম্বার (ইউপি সদস্য) প্রার্থী মো. কামরুজ্জামান মোল্লার বিরুদ্ধে।
তিনি উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের ‘মোরগ’ প্রতীকের ইউপি সদস্য প্রার্থী ছিলেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ওই ইউনিয়নের রাধাসার গ্রামের মৃধা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ঘটনায় জড়িত পরাজিত মেম্বার প্রার্থীকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রোববার হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাকিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার (ইউপি সদস্য) পদে কামরুজ্জামান মোল্লা ‘মোরগ, রবিউল আলম অরুন ‘ফুটবল’ ও শাহাদাত পাঠান ‘টিউবওয়েল’ প্রতীকে অংশ নেন।
এর মধ্যে রবিউল আলম অরুন নির্বাচিত এবং কামরুজ্জামান মোল্লা ও শাহাদাত পাঠান পরাজিত হন। এতে করে তার কর্মীসমর্থকরা ওয়ার্ডের সাধারণ মানুষের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।