নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জে গলায় খাবার আটকে মো. সালাউদ্দিন হোসেন নামের ছয় মাস বয়সি এক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনি গ্রামের এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মো. সাফায়েত হোসেনের ছেলে।
জানা গেছে, এ দিন বিকালে শিশু সালাউদ্দিনকে খিচুড়ি খাওয়াচ্ছিলেন তার মা।
এ সময় শিশুর গলায় খাবার আটকে জ্ঞান হারিয়ে যাওয়ায় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, শিশু সালাউদ্দিনকে হাসপাতালে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।