হাজীগঞ্জে ঢালাই মেশিন উল্টে শ্রমিকের মৃত্যু

  • আপডেট: ০৯:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ৩৮

নিজস্ব প্রতিনিধি:

হাজীগঞ্জে পিকআপে থাকা ঢালাই মেশিন উল্টে মো. আবুল হাশেম (৬০) নামের একজন শ্রমিক মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা টঙ্গির পাড় এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

জানা গেছে, ঢালাই শ্রমিকের একটি দল নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্দেশ্যে বাকিলা ইউনিয়নের ছয়ছিলা-কাপাইকাপ সড়কের মিজি বাড়িতে যায়। সেখান থেকে কাজ শেষে ছোট পিকআপ (মিনি ট্রাক) করে ফেরার পথে ট্রাকের মধ্যে থাকা ঢালাই মেশিন উল্টে চাপা পড়ে গুরুতর আহত হন আবুল হাশেম। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, আবুল হাশেমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসারকে ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

“জাতীয় নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন”-আনোয়ার হোসেন খোকন

হাজীগঞ্জে ঢালাই মেশিন উল্টে শ্রমিকের মৃত্যু

আপডেট: ০৯:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিনিধি:

হাজীগঞ্জে পিকআপে থাকা ঢালাই মেশিন উল্টে মো. আবুল হাশেম (৬০) নামের একজন শ্রমিক মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা টঙ্গির পাড় এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

জানা গেছে, ঢালাই শ্রমিকের একটি দল নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্দেশ্যে বাকিলা ইউনিয়নের ছয়ছিলা-কাপাইকাপ সড়কের মিজি বাড়িতে যায়। সেখান থেকে কাজ শেষে ছোট পিকআপ (মিনি ট্রাক) করে ফেরার পথে ট্রাকের মধ্যে থাকা ঢালাই মেশিন উল্টে চাপা পড়ে গুরুতর আহত হন আবুল হাশেম। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, আবুল হাশেমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসারকে ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।