কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান প্রার্থী এসএম মানিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

  • আপডেট: ১১:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ২৬

নিজস্ব প্রতিনিধি:

হাজীগঞ্জের ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম মানিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ-প্রচার চালানোর অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ নেতা এস.এম মানিক স্থানীয় রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এস.এম মানিকের বিরুদ্ধে এমন অপ-প্রচার চালিয়ে আসছে একটি চক্র।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি। যার জিডি নং-৭৮৩, তারিখ-১৬/১০/২০২১। গত ১৩/১০/২০১২ ইং তারিখে () নামীয় একটি ফেসবুক আইডি হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্য করে, এমন একটি কমেন্টের স্কীন শর্ট এস.এম মানিকের বড় ভাই পরিচয়ে অপপ্রচার চালিয়ে আসছে একাধিক ব্যক্তির ফেসবুক আইডি থেকে। কোন কোন আইডির পোস্টে কমেন্ট করেছে তা উল্লেখ করা হয়নি। এ নামে এস.এম মানিকের কোন বড় নেই বলে জানা যায়।

দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের নামে অপ-প্রচার চালানো “তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ” নামীয় আইডি থেকে অপ-প্রচার চালিয়ে আসা এই আইডি থেকে এস.এম মানিকের ছবি এবং (Mohammad  Nazrul) নজরুল ইসলাম নামীয় আইডি থেকে করা কমেন্টের স্কীটশর্ট দিয়ে পোস্ট করে।

১৬ অক্টোবর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন তার নিজ নামীয় আইডি থেকে পোস্ট করে। যাতে উল্লেখ করেন, এস.এম মানিকের বড় ভাই প্রধানমন্ত্রী বিরুদ্ধে কমেন্ট করে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ নজরুল (Mohammad  Nazrul) নামে এস.এম মানিকের বড় ভাই নামে কেই নেই। এমনকি এই নামে কোন ফেসবকু আইডি ব্যবহার করে না।

এস.মানিক বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে একটি চক্র একের পর এক ফেসবুকে মিথ্যা অপ-প্রচার চালিয়ে আসছে। তার কোন সত্যতা নেই। এ বিষয়ে আমি হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি। আর যে নামের আইডি’র কথা লেখা হচ্ছে এ নামে আমার কোন বড় আইডি চালায় না। কোন পোস্টের উল্লেখ নেই। এ বিষযে আমি আইনের আশ্রয় নিয়েছি।

Tag :
সর্বাধিক পঠিত

মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হতে হবে-সেহলী পারভীন

কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান প্রার্থী এসএম মানিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

আপডেট: ১১:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিনিধি:

হাজীগঞ্জের ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম মানিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ-প্রচার চালানোর অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ নেতা এস.এম মানিক স্থানীয় রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এস.এম মানিকের বিরুদ্ধে এমন অপ-প্রচার চালিয়ে আসছে একটি চক্র।

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি। যার জিডি নং-৭৮৩, তারিখ-১৬/১০/২০২১। গত ১৩/১০/২০১২ ইং তারিখে () নামীয় একটি ফেসবুক আইডি হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্য করে, এমন একটি কমেন্টের স্কীন শর্ট এস.এম মানিকের বড় ভাই পরিচয়ে অপপ্রচার চালিয়ে আসছে একাধিক ব্যক্তির ফেসবুক আইডি থেকে। কোন কোন আইডির পোস্টে কমেন্ট করেছে তা উল্লেখ করা হয়নি। এ নামে এস.এম মানিকের কোন বড় নেই বলে জানা যায়।

দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের নামে অপ-প্রচার চালানো “তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ” নামীয় আইডি থেকে অপ-প্রচার চালিয়ে আসা এই আইডি থেকে এস.এম মানিকের ছবি এবং (Mohammad  Nazrul) নজরুল ইসলাম নামীয় আইডি থেকে করা কমেন্টের স্কীটশর্ট দিয়ে পোস্ট করে।

১৬ অক্টোবর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন তার নিজ নামীয় আইডি থেকে পোস্ট করে। যাতে উল্লেখ করেন, এস.এম মানিকের বড় ভাই প্রধানমন্ত্রী বিরুদ্ধে কমেন্ট করে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ নজরুল (Mohammad  Nazrul) নামে এস.এম মানিকের বড় ভাই নামে কেই নেই। এমনকি এই নামে কোন ফেসবকু আইডি ব্যবহার করে না।

এস.মানিক বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে একটি চক্র একের পর এক ফেসবুকে মিথ্যা অপ-প্রচার চালিয়ে আসছে। তার কোন সত্যতা নেই। এ বিষয়ে আমি হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি। আর যে নামের আইডি’র কথা লেখা হচ্ছে এ নামে আমার কোন বড় আইডি চালায় না। কোন পোস্টের উল্লেখ নেই। এ বিষযে আমি আইনের আশ্রয় নিয়েছি।