অনলাইন ডেস্ক:
বৈরী আবহাওয়ার মধ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে বুধবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে কর্মস্থল মুখী যাত্রীদের ঢল নেমেছে। সকাল ৮টা থেকে ফেরিগুলোতে গাদাগাদি করে ঢাকাগামী যাত্রীরা ছুটে আসেন শিমুলিয়াঘাটে। তবে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ২ ঘণ্টা নৌরুটে ফেরী চলাচল বন্ধ থাকে। পরে সীমিত আকারে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, ঈদের ছুটি শেষে বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেও ঢাকাগামী শত শত যাত্রী ফেরীতে পদ্মা পাড়ি দিয়ে ছুটে আসেন শিমুলিয়াঘাটে।
সকাল ৬টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে নৌরুটে ফেরী চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। ২ ঘণ্টা পর সকাল ৮ টার দিকে ফেরি চলাচল চালু হয়। তবে ৪ রো-রো ফেরিসহ মাত্র ৬টি ফেরি দিয়ে নৌরুটে চালু রয়েছে।
তিনি আরো জানান, সকালে ৪ টি ফেরীতে শত শত ঢাকাগামী যাত্রী ছুটে আসেন দক্ষিণবঙ্গের এ নৌরুটের শিমুলিয়াঘাটে। পরে অটোরিকশা, রিকশা ও মোটর সাইকেলে করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভেঙ্গে ভেঙ্গে ঢাকা ছুটে যাচ্ছেন যাত্রীরা।