নিজস্ব প্রতিনিধি:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব অসহায়দের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেছে হাজীগঞ্জের ১১নং হাটিলা পশ্চিম হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মজিবুর রহমান।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘোষিত লকডাউন ঘোষণার শুরু থেকেই ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একেএম মজিবুর রহমান কয়েক দফায় ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
গত ২২ মে শুক্রবার নিজ বাসভবনে ব্যক্তিগত তহবিল এবং পারিবারিক অর্থায়নে মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে সমস্যাগ্রস্ত এবং গরিব অসহায়দের মাঝে নগদ অর্থ এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ একেএম মজিবুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে মধ্যবিত্ত এবং নিন্ম আয়ের মানুষ সংকটে পড়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি কাজ করে যাচ্ছি। এ ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীসহ দলমত নির্দেশে সকল মানুষের কথা চিন্তা করেই তাদের পাশে রয়েছি।