হাতিয়া প্রতিনিধি:
ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর, নলচিরা, চর ইশ্বর ও নিঝুমদ্বীপ ইউনিয়নের কয়েকটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
বুধবার সকাল থেকে হাতিয়াকে ৯ নং মহা বিপদ সংকেত দেখানো হয়েছে। যার ফলে হাতিয়ায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়েছে। দুপুরে জোয়ার বাড়তে থাকলে হাতিয়ার কয়েকটি জায়গায় বেড়ীবাধ ছিড়ে প্রায় ৬০টি গ্রাম পানিতে তলিয়ে যায়। আনসার বিডিপি ও সিপিপির সদস্যরা ক্ষতি গ্রস্থ পরিবারকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কাজ করছে।
ঘুর্ণিঝড় আম্পান দূর্বল না হলে রাতের জোয়ারে হাতিয়ার ব্যাপক ক্ষয় ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। যদিও উপজেলা প্রষশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে তবুও সকলের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে।