মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে কালচোঁ উত্তর ইউনিয়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী (চাল, নগদ টাকা ও শিশু খাদ্য) পেলেন, প্রায় ২ হাজার ৫৫৮ পরিবার। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও অস্বচ্ছল লোকদের মাঝে প্রতিনিতি ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া।
এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দুরত্ম মেনে ১৩০ পরিবারকে ১০ কেজি করে চাল, ৩০ জনকে নগদ ৫০০ টাকা করে, এবং ৩০ জনকে শিশু খাদ্য (চাল, গুড়ো দুধ ও চিনি) প্রদান করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কালচোঁ উত্তর ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দিচ্ছেন, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া। ইউনিয়নে হতদরিদ্র ও মধ্যবিত্তসহ মোট ৩ হাজার ৭৮৮ জনের তালিকা করা হয়েছে।
এর মধ্যে ২ হাজার ৩শ জনকে চাল, ১৮২ জনকে নগদ টাকা (১ হাজার করে ১৫ জন এবং ৫০০ টাকা করে ১৬৭ জন) এবং ৭৬ জনকে শিশু খাদ্য বিতরণ করা হয়। এভাবেই ধারাবাহিকভাবে ইউনিয়নের প্রত্যেক কর্মহীন লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জানান ইউপি সচিব আবুল কালাম।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া বলেন, করোনা একটি বৈশ্বিক মহামারি। এ সময় কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত খাদ্য সামগ্রী সঠিক এবং ধারাবাহিকভাবে বন্টন করা হচ্ছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।