হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট: ০২:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
  • ৩৪

হাজীগঞ্জ, ১৪ মে, বৃহস্পতিবার:

চাঁদপুরের হাজীগঞ্জে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। বুধবার সকালে উপজেলার ৫নং সদর ইউনিয়নের খাকবাড়ীয়া গ্রামের পুকুরের পানিতে ডুবে তোহা বেপারী নামের সাত বছরের এক শিশু মারা যায়।

নিহত তোহা ওই গ্রামের বেপারী বাড়ীর আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। এর আগে সোমবার বিকালে একই ইউনিয়ের অলিপুর গ্রামে সুলতানা নামের দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। নিহত শিশু ওই গ্রামের মনির হোসেনের একমাত্র মেয়ে।

নিহতের প্রতিবেশী জাহিদুল ইসলাম গাজী জানান, বুধবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় তোহা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এদিন বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অপরদিকে সোমবার বিকালে পরিবারের অগোচরে শিশু সুলতানা ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পুকুর থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করে।

এই দিকে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে একই ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ইতিমধ্যে পুকুরসহ খাল-বিলের পানি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আসছে বর্ষাকাল। তাই শিশুদেরকে নজরদারীর মধ্যে রাখতে হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

“জাতীয় নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন”-আনোয়ার হোসেন খোকন

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: ০২:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

হাজীগঞ্জ, ১৪ মে, বৃহস্পতিবার:

চাঁদপুরের হাজীগঞ্জে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। বুধবার সকালে উপজেলার ৫নং সদর ইউনিয়নের খাকবাড়ীয়া গ্রামের পুকুরের পানিতে ডুবে তোহা বেপারী নামের সাত বছরের এক শিশু মারা যায়।

নিহত তোহা ওই গ্রামের বেপারী বাড়ীর আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। এর আগে সোমবার বিকালে একই ইউনিয়ের অলিপুর গ্রামে সুলতানা নামের দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। নিহত শিশু ওই গ্রামের মনির হোসেনের একমাত্র মেয়ে।

নিহতের প্রতিবেশী জাহিদুল ইসলাম গাজী জানান, বুধবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় তোহা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এদিন বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অপরদিকে সোমবার বিকালে পরিবারের অগোচরে শিশু সুলতানা ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পুকুর থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করে।

এই দিকে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে একই ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ইতিমধ্যে পুকুরসহ খাল-বিলের পানি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আসছে বর্ষাকাল। তাই শিশুদেরকে নজরদারীর মধ্যে রাখতে হবে।