• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২০

কৃষকের ধান কেটে দিলো সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউসুফ প্রধানিয়া সুমন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

গাজী মহিনউদ্দিন:
বৈশ্বিক করোনায় সৃষ্ট শ্রমিক সংকেট থাকা কৃষকের ধান কেটে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ), মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নির্দেশনা মোতাবেক এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক, মোঃ মাসুদ ইকবাল ভাই ও যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন সোহেল এর নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ প্রধানিয়া সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা।

৯ মে শনিবার উপজেলা ৫নং হাজীগঞ্জ সদর আওয়ামী যুবলীগের নেতৃত্বে, যুবলীগ নেতৃবৃন্দ কে নিয়ে আজ সকালে বাড্ডা গ্রামের দুইজন কৃষকের মোট ৩৬ শতক জমির ধান কেটে, কাটা ধানের ভোজা কৃষকের বাড়ীতে পৌঁছে দেয়।

এসময় সহযোগিতা করেন ইউনিয়ন যুবলীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শাহাজালাল সর্দার দীপু, সহ-সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, ২নং ওয়াড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিনউদ্দিন পাটওয়ারী, সিঃ সহ-সভাপতি মোঃ স্বপন বেপারী, মোঃ পেয়ার আহমেদ পাটওয়ারী, মোঃ হৃদয় পাটওয়ারী, মোঃ রাকিব পাটওয়ারী, মোঃ হাসান পাটওয়ারী, মোঃ সাকিব পাটওয়ারী প্রমুখ।

কৃষক পরিবার আবেগ আপ্লূত হয়ে বলেন, যুবলীগের নেতা-কর্মীর এগিয়ে না আসলে আমাদের ধান হাটু পানি দিয়ে বাড়ীতে আনা দুরুহ ব্যাপার ছিল। তারা যুবলীগের নেতৃবৃন্দের প্রতি অনেক সন্তুষ্ট ও যুবলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যা পদপ্রার্থী ইউসুফ প্রধানিয়া সুমন বলেন, যুবলীগের এ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে শুধুমাত্র যেসব কৃষক অসহায় এবং বর্তমান করোনা সংকটে শ্রমিকের পারিশ্রমিক পরিশোধে অক্ষম, তাদের জন্য আমি আমার ৫নং হাজীগঞ্জ সদর আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা বিনাপারিশ্রমিকে ধান কেটে বাড়ি পৌঁছে দিবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!