হাজীগঞ্জে করোনা ‍উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ

  • আপডেট: ০৪:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
  • ৪০

হাজীগঞ্জ, ৪ মে, সোমবার:

চাঁদপুরের হাজীগঞ্জে রেখা বেগম (২৫) নামের দুই সন্তানের এক জননী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। সন্দেহভাজন হিসেবে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নিহত রেখা উপজেলার ৫নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের বাবুল গাজীর স্ত্রী।

মৃতের স্বামী বাবুল গাজী জানান, তার স্ত্রী রেখা গত ৫ দিন ধরে অসুস্থ ছিলেন। তার শরীরে প্রচুর ব্যাথা, জ্বর ও বমি হচ্ছিল। অবস্থা বেগতিক দেখে তাকে হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। ওই চিকিৎসকরে পরমার্শে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।  ডাক্তার তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে রেখার স্বামী বাবুল গাজী তাকে কুমিল্লা না নিয়ে হাজীগঞ্জ বাজারের ভিআইপি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার এম এ ইসলাম সুমন রেখা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে তাকে পুনরায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের করোনা সন্দেহ করে তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

স্থানীয় চিকিৎসক ডা. মো. শাহ নেওয়াজ বলেন, রুগী আমার কাছে আসলে আমার সন্দেহ হয়। তার প্রেসার অনেক নেমে যাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেই।

রেখার মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়ের ৫ দিন ধরে অসুস্থ ছিল। বমি করেছে, শরীর ব্যথা ও একটু জ্বর ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ, এম সোয়েব আহমেদ চিশতী বলেন, সন্দেহজনকভাবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে মৃত নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

“জাতীয় নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন”-আনোয়ার হোসেন খোকন

হাজীগঞ্জে করোনা ‍উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ

আপডেট: ০৪:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০

হাজীগঞ্জ, ৪ মে, সোমবার:

চাঁদপুরের হাজীগঞ্জে রেখা বেগম (২৫) নামের দুই সন্তানের এক জননী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। সন্দেহভাজন হিসেবে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নিহত রেখা উপজেলার ৫নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের বাবুল গাজীর স্ত্রী।

মৃতের স্বামী বাবুল গাজী জানান, তার স্ত্রী রেখা গত ৫ দিন ধরে অসুস্থ ছিলেন। তার শরীরে প্রচুর ব্যাথা, জ্বর ও বমি হচ্ছিল। অবস্থা বেগতিক দেখে তাকে হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। ওই চিকিৎসকরে পরমার্শে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।  ডাক্তার তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে রেখার স্বামী বাবুল গাজী তাকে কুমিল্লা না নিয়ে হাজীগঞ্জ বাজারের ভিআইপি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার এম এ ইসলাম সুমন রেখা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে তাকে পুনরায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের করোনা সন্দেহ করে তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

স্থানীয় চিকিৎসক ডা. মো. শাহ নেওয়াজ বলেন, রুগী আমার কাছে আসলে আমার সন্দেহ হয়। তার প্রেসার অনেক নেমে যাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেই।

রেখার মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়ের ৫ দিন ধরে অসুস্থ ছিল। বমি করেছে, শরীর ব্যথা ও একটু জ্বর ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ, এম সোয়েব আহমেদ চিশতী বলেন, সন্দেহজনকভাবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে মৃত নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা।