হাজীগঞ্জ, ২৩ এপ্রিল, বৃহস্পতিবার:
চলতি বোরো পঞ্চগড় হাওড়ে উৎপাদিত ধান কাটা ও মাড়াই কাজের জন্য প্রথম দফায় হাজীগঞ্জ থেকে ৩৬ জন পেশাদার কৃষি শ্রমিক পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপরে হাজীগঞ্জ উপজেলা থেকে ৩৬ জন পেশাদার কৃষি শ্রমিক পঞ্চগড়ের উদ্দেশে মাইক্রো বাসযোগে রওনা হন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম এর নির্দেশে হাওড়ে ধান কাটার জন্য হাজীগঞ্জ থেকে যেতে তাদেরকে সহযোগিতা করেন হাজীগঞ্জ এরিয়ার ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেনের তত্ত্ববধায়নে তারা মাইক্রো যোগে হাজীগঞ্জ ত্যাগ করে।
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে পুলিশের একটি টিম বিশেষ নিরাপত্তায় তাদেরকে হাজীগঞ্জ থেকে বিদায় জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শ্রমিকদের রাতের খাবার প্রদান করেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশের উদ্যোগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ৩৬জন শ্রমিক ধান কাটার জন্য প্রেরণ করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন টিআই আবদুল্লাহ আল মামুন ও এসআই জয়নাল, রবিউলসহ সঙ্গীয় ফোর্স।