গাজী মহিনউদ্দিন:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় হাজীগঞ্জের দু’টি ইউনিয়নে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম এমপির ব্যক্তিগত উদ্যোগে উপার্জনহীন ৫৬০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সহায়তা প্রদান করা হয়েছে।
২২ এপ্রিল বুধবার উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন ও ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মেজর অব. রফিকুল ইসলাম এমপি। তিনি বলেন, করোনা ভাইরাসে উদ্বুদ্ধ পরিস্থিত মোকাবেলায় মনোবল শক্ত রাখতে হবে। সারা বিশ্ব এখন কঠিন সময় পার করছে। এ পরিস্থিতিতে মানুষ উপার্জনজহীন জয়ে পড়ছে।
সাময়িক যে সংকট সৃষ্টি হয়েছে তা চিন্তা করে আমার ব্যক্তিগত এবং দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় এ খাদ্য সহায়তা করা হয়েছে। আপনারা হতাশ হবেন না। এর আগেও যত প্রাকৃতিক দূযোর্গ ও মানবিক সংকট দেখা দিয়েছে আমি আপনাদের পাশে ছিলাম। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যার সময় আমি আপনাদের পাশে ছিলাম।
মেজর অব. রফিকুল ইসলাম এমপির পক্ষে খাদ্য সহায়তা প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা উন্নয়ন কমিটির সমন্বয়ক আলহাজ¦ অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম প্রধান সমন্বয়ক হাজী জসিম উদ্দিন, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহবায় জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী।
এদিন সকাল সাড়ে ১০টায় ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩৩৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহ নেওয়াজ মুন্সী।
দুপুর ১২টায় ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২২৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা আক্তার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জি. রিপন প্রমুখ।