কাউন্সিলর আজাদের ত্রাণ বিতরণ অব্যাহত

  • আপডেট: ০৩:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
  • ১৮

নিজস্ব প্রতিনিধি:

ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আজাদ হোসেন মজুমদার।

সরকারি ত্রাণের পাশা-পাশি ব্যক্তিস উদ্যোগেও তিনি এলাকার খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, ভ্যাচলক, অটোচালকদের মাঝে ত্রাণ বিতারণ অব্যাহত রেখেছেন।

রাতের আধারে তিনি বিভিন্ন মধ্যবিত্তদের বাড়ীতে গোপনে খাদ্য দ্রব্য দিয়ে আসছেন। তার ত্রাণ বিতরণনের এ কার্যক্রম অব্যাহত থাকবেন বলে জানান তিনি।

আরো পড়ুন: নিজেই ত্রাণ নিয়ে বাড়ী বাড়ী যাচ্ছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র

তিনি বলেন, এই দুর্যোগ মোকাবিলায় বিত্তবানদের নিকট আবেদন জানাচ্ছি যে, একদিন আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব। আমাদের উর্পাজিত অর্থ ও ঐশ্বর্য কোনো কিছুই আমাদের সাথে যাবে না, আমাদের কাজে আসবেনা।

তিনি আরও বলেন, এই বিপদের সময় কর্মহীন মানুষ যাদের ঘরে খাবার নেই,  তাদের ঘরে কিছু না কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পারলে তাদের মন থেকে যে দোয়া আসবে সেই দোয়া আপনার নাযাতের কারণ হতে পারে।

আজাদ মজুমদার আরো বলেন, আমাদের দেশের এ মহামারী করোনা ভাইরাস বিস্তার করার ফলে অঘোষিত লক ডাউন চলছে। দেশের প্রায় সকল জেলা ও বিভাগীয় শহরগুলো কার্যত অচল। শহরে রাস্তা ঘাটে জনসমাগম কমে যাওয়ার ফলে দিনমজুরীদের আয় রোজগার একেবারেই নেই্  ফলে তাদের পরিবার পরিজনদের নিয়ে দু’মুঠো খাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে অভুক্ত দিন পার করা মানুষগুলোর জন্যই আমার ক্ষুদ্র প্রয়াস।

মহামারী পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে ঘরে থেকে নিরাপদ আশ্রয়ে নিজেদের সংক্রমণের থেকে রক্ষা পেতে কর্মহীন ভাবে ঘর বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে তারা। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের হত দরিদ্র অসহায় দুঃস্থ পরিবারগুলো যাদের দৈনিক আয় বন্ধ হয়ে গেছে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে ৬৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

কাউন্সিলর আজাদের ত্রাণ বিতরণ অব্যাহত

আপডেট: ০৩:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০

নিজস্ব প্রতিনিধি:

ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আজাদ হোসেন মজুমদার।

সরকারি ত্রাণের পাশা-পাশি ব্যক্তিস উদ্যোগেও তিনি এলাকার খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, ভ্যাচলক, অটোচালকদের মাঝে ত্রাণ বিতারণ অব্যাহত রেখেছেন।

রাতের আধারে তিনি বিভিন্ন মধ্যবিত্তদের বাড়ীতে গোপনে খাদ্য দ্রব্য দিয়ে আসছেন। তার ত্রাণ বিতরণনের এ কার্যক্রম অব্যাহত থাকবেন বলে জানান তিনি।

আরো পড়ুন: নিজেই ত্রাণ নিয়ে বাড়ী বাড়ী যাচ্ছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র

তিনি বলেন, এই দুর্যোগ মোকাবিলায় বিত্তবানদের নিকট আবেদন জানাচ্ছি যে, একদিন আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব। আমাদের উর্পাজিত অর্থ ও ঐশ্বর্য কোনো কিছুই আমাদের সাথে যাবে না, আমাদের কাজে আসবেনা।

তিনি আরও বলেন, এই বিপদের সময় কর্মহীন মানুষ যাদের ঘরে খাবার নেই,  তাদের ঘরে কিছু না কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পারলে তাদের মন থেকে যে দোয়া আসবে সেই দোয়া আপনার নাযাতের কারণ হতে পারে।

আজাদ মজুমদার আরো বলেন, আমাদের দেশের এ মহামারী করোনা ভাইরাস বিস্তার করার ফলে অঘোষিত লক ডাউন চলছে। দেশের প্রায় সকল জেলা ও বিভাগীয় শহরগুলো কার্যত অচল। শহরে রাস্তা ঘাটে জনসমাগম কমে যাওয়ার ফলে দিনমজুরীদের আয় রোজগার একেবারেই নেই্  ফলে তাদের পরিবার পরিজনদের নিয়ে দু’মুঠো খাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে অভুক্ত দিন পার করা মানুষগুলোর জন্যই আমার ক্ষুদ্র প্রয়াস।

মহামারী পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে ঘরে থেকে নিরাপদ আশ্রয়ে নিজেদের সংক্রমণের থেকে রক্ষা পেতে কর্মহীন ভাবে ঘর বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে তারা। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের হত দরিদ্র অসহায় দুঃস্থ পরিবারগুলো যাদের দৈনিক আয় বন্ধ হয়ে গেছে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।