একবার ভাবুন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে বসে ফেসবুকে যা ইচ্ছা তা লিখছেন??
নাকি বিবেকের সাথে সামঞ্জস্য রেখে লিখছেন?
প্লিজ বুজার চেষ্টা করুন,
সব চেয়ারম্যান চোর না!
সব ইউপি সদস্য চোর না!
আরো পড়ুন: “লকডাউন” ঢাকা থেকে আসা প্রাইভেটকার ফিরিয়ে দিলো পুলিশ
বরং এমনো আছে, করোনা আতংকে আমরা যখন নিজ গৃহে বন্ধী ঠিক তখন, কিছু চেয়ারম্যান মেম্বার নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের মাঝে ত্রান বিতরনে ব্যাস্ত।
আপনার মা বলছেন বাবা ঘর থেকে বের হইওনা,
আপনার স্ত্রী বলছে তুমি ঘর থেকে বের হইওনা, আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো,
সন্তান বাবার কাধে উঠে আনন্দ করে বলে বাবা ঘরে থাকো।
একবার ভাবুন! চেয়ারম্যান মেম্বার দের মা ‘কি বলে?
স্ত্রী কি বলে? সন্তান কি বলে?
আরো পড়ুন: হাজীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে ১৬২ জনের মাঝে ত্রাণ বিতরণ
হ্যা এটাও সত্য বিশ্ব মহামারীর এই সময়ে যে সকল চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতা যাহারা ত্রানের চাল আত্নসাত করেছে, তারা মানুষ নয়,
এরা চুরি করার জন্যই বিভিন্ন কৌশলে চেয়ারম্যান মেম্বার বা নেতা সেজেছেন।
আল্লাহ তাদের সঠিক জ্ঞান দান করুক।
এবং সংসার সন্তান রেখে যাহারা মানব সেবায় নিয়োজিত আছেন তাদের আল্লাহ তুমি সুস্থ রেখ।
(রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহনেওয়াজ মুন্সী র ফেইসবকু থেকে)