গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক ত্রাণ বিতরণে রফিক মিলিটারী

  • আপডেট: ০২:১৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
  • ২৪

হাজীগঞ্জ, ৯ এপ্রিল, বৃহস্পতিবার॥

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে দরিদ্রদের খুঁেজ খুঁজে ত্রাণ দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম মিলিটারী। তিনি ইউনিয়নের দূঃস্থ, খেটে খাওয়া দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক ও ক্ষুদে ব্যবসায়ী লকডাউনের কারণে যারা খুবই কষ্টে দিনাপাতিত করছে তাদের পাশে দাড়িয়েছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মিলিটারী জানান, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ও আমাদের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির নির্দেশে এলাকার একজন লোকও যেনো অর্ধাহারে বা অনাহারে না থাকে সেজন্য আমরা নির্ধারিত তালিকা তৈরী করে সরকারি বরাদ্ধ চাল, ডাল, লবন, তেল আলু গরীবদের বিতরণ করছি।

তিনি জানান, সরকারের পাশাপাশি এলাকার অনেক বিত্তবান দানশীল ব্যক্তিত্ব এ দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি ইউপি চেয়ারম্যান হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাই।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারী আরো জানান, আমরা সরকারের নির্দেশ পালন করছি। পাশাপাশি আমাদের উপর অর্পিত যে সামাজিক দায়িত্ব আছে তাও পালন করছি। সামাজিকভাবে একজন আরেকজনের খোঁজ খবর নিচ্ছি।

তিনি বলেন, আমার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কোন গরীব, দিনমজুর, খেটে খাওয়া ব্যক্তি বা কোন মধ্যবিত্ত ব্যক্তি যদি কোন সমস্যা হয় আমাকে ফোন করলে গোপনে খাদ্য দ্রব্য পৌঁছে দিবো। এটাও জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। তবে আমাদের এলাকা হিসেবে যে ত্রাণ দেয়া হয়েছে। তা অনেক কম। কারণ আমাদের এলাকায় গরীব মানুষ বেশী। তাই তিনি এ ইউনিয়নে আরো ত্রাণ কার্যক্রম বাড়ানোর অনুরোধ করেন।

তিনি বলেন, অনেক মধ্যবিত্ত লোক ছেলে সন্তান নিয়ে কষ্টে আছে, কাউকে কিছু বলতে পারছেনা। তাদেরকেও আমরা সহায়তা প্রদান করছি। পাশা-পাশি সরকারের ১০ কেজি টাকা চাল বিক্রয় শুরু হয়েছে। প্রয়োজনে সেখান থেকেও অনেকে চাল কিনতে পারেন। এতেও আমার সহযোগিতা থাকবে।

তিনি বলে, আমরা সবাই মিলে এ দূর্যোগ পার হতে চাই। আর আমরা সাবধানে থাকবো। সাবধানে চলাফেরা করবো। মাস্ক ব্যবহার করবো, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবো। জনসমাগম এড়িয়ে চলবে। ঘরে বসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে এ গজব থেকে মুক্তি চাইবো এটা হলো এলাকাবাসির প্রতি আমার অনুরোধ।

এ সময় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা হীরা বলেন, আমরা মাননীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম স্যারের প্রতি অনুরোধ করবো আমাদের গ্রামে যেনো আরো বেশী ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন কারণ আমাদের এলাকায় গরীব ও খেটে খাওয়া দিন মজুর অন্যান্য এলাকা থেকেও অনেক বেশী।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে ৬৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক ত্রাণ বিতরণে রফিক মিলিটারী

আপডেট: ০২:১৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০

হাজীগঞ্জ, ৯ এপ্রিল, বৃহস্পতিবার॥

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে দরিদ্রদের খুঁেজ খুঁজে ত্রাণ দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম মিলিটারী। তিনি ইউনিয়নের দূঃস্থ, খেটে খাওয়া দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক ও ক্ষুদে ব্যবসায়ী লকডাউনের কারণে যারা খুবই কষ্টে দিনাপাতিত করছে তাদের পাশে দাড়িয়েছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মিলিটারী জানান, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ও আমাদের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির নির্দেশে এলাকার একজন লোকও যেনো অর্ধাহারে বা অনাহারে না থাকে সেজন্য আমরা নির্ধারিত তালিকা তৈরী করে সরকারি বরাদ্ধ চাল, ডাল, লবন, তেল আলু গরীবদের বিতরণ করছি।

তিনি জানান, সরকারের পাশাপাশি এলাকার অনেক বিত্তবান দানশীল ব্যক্তিত্ব এ দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি ইউপি চেয়ারম্যান হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাই।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারী আরো জানান, আমরা সরকারের নির্দেশ পালন করছি। পাশাপাশি আমাদের উপর অর্পিত যে সামাজিক দায়িত্ব আছে তাও পালন করছি। সামাজিকভাবে একজন আরেকজনের খোঁজ খবর নিচ্ছি।

তিনি বলেন, আমার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কোন গরীব, দিনমজুর, খেটে খাওয়া ব্যক্তি বা কোন মধ্যবিত্ত ব্যক্তি যদি কোন সমস্যা হয় আমাকে ফোন করলে গোপনে খাদ্য দ্রব্য পৌঁছে দিবো। এটাও জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। তবে আমাদের এলাকা হিসেবে যে ত্রাণ দেয়া হয়েছে। তা অনেক কম। কারণ আমাদের এলাকায় গরীব মানুষ বেশী। তাই তিনি এ ইউনিয়নে আরো ত্রাণ কার্যক্রম বাড়ানোর অনুরোধ করেন।

তিনি বলেন, অনেক মধ্যবিত্ত লোক ছেলে সন্তান নিয়ে কষ্টে আছে, কাউকে কিছু বলতে পারছেনা। তাদেরকেও আমরা সহায়তা প্রদান করছি। পাশা-পাশি সরকারের ১০ কেজি টাকা চাল বিক্রয় শুরু হয়েছে। প্রয়োজনে সেখান থেকেও অনেকে চাল কিনতে পারেন। এতেও আমার সহযোগিতা থাকবে।

তিনি বলে, আমরা সবাই মিলে এ দূর্যোগ পার হতে চাই। আর আমরা সাবধানে থাকবো। সাবধানে চলাফেরা করবো। মাস্ক ব্যবহার করবো, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবো। জনসমাগম এড়িয়ে চলবে। ঘরে বসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে এ গজব থেকে মুক্তি চাইবো এটা হলো এলাকাবাসির প্রতি আমার অনুরোধ।

এ সময় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা হীরা বলেন, আমরা মাননীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম স্যারের প্রতি অনুরোধ করবো আমাদের গ্রামে যেনো আরো বেশী ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন কারণ আমাদের এলাকায় গরীব ও খেটে খাওয়া দিন মজুর অন্যান্য এলাকা থেকেও অনেক বেশী।