বিশেষ প্রতিনিধি:
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে এবং সরকারি নির্দেশনা মেনে না চলার কারণে ৫৪ ব্যাক্তিকে ৩৭ হাজার ৪শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এসব তথ্য ফোকাস মোহনাকে নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্য জানাগেছে, মঙ্গলবার চাঁদপুর জেলার সকল উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভূক্ত দণ্ডবিধি ১৮৬০, সংক্রামক রোগ আইন ২০১৮ অনুযায়ী ৫৪ টি মামলায় ৫৪ জন ব্যক্তিকে সর্বমোট ৩৭ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।