• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ৬ এপ্রিল, ২০২০

নতুন প্রজন্মের ভাই/বোনদের প্রতি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

 

★ যারা বিভিন্ন গ্রাম/মহল্লা থেকে আমাদের ফোন করে চলেছেন,স্যার,এখানে চায়ের দোকান খোলা,আড্ডা হচ্ছে,আমরা যাচ্ছি,জরিমানা করছি,আবার খোলা হচ্ছে।এভাবে আর কত লুকোচুরি খেলা।

★ এখন আপনাদের নিজেদের রক্ষা করার সময় এসেছে,দায়িত্ব নেয়ার সময় এসেছে।সকলেই গ্রামভিত্তিক টিম গঠন করুন।নিজেদের গ্রামটিকে আপনারা করোনা ভাইরাস থেকে রক্ষা করুন।

★ আমাদের সাথে লুকোচুরি খেলা বন্ধ করে তারা যেন ঘরে থাকতে বাধ্য হয়,এই ব্যবস্থা করুন।

★ গ্রামের প্রবেশ মোড়ে তল্লাশি চৌকি বসান।কে আসছে,কে যাচ্ছে,কোন প্রয়োজনে বাইরে যাচ্ছে,তা জানুন।

★ কারো করোনার উপসর্গ দেখা যাচ্ছে কিনা,অসুস্থ হয়েছে কিনা আমাদেরকে জানান।

★ কেউ অসুস্থ হয়ে থাকলে তিনি এবং তার পরিবার যাতে আইসোলেশনে থাকে,তা নিশ্চিত করুন।

★ আপনারা নিজেদের নিরাপত্তা বজায় রেখে গ্রামভিত্তিক কমিটি গঠন করুন এবং নিজের গ্রামের নিরাপত্তা নিশ্চিত করুন।
গ্রামকমিটি গঠনপূর্বক উক্ত কমিটি unohajigonjchandpur@gmail এই মেইলে প্রেরণ করুন অথবা এই পোস্টের কমেন্ট এ দিন।সকল সদস্যের নাম,ঠিকানা,মোবাইল নং,পেশা সহ উল্লেখ করুন।
উল্লেখ্য যে,কমিটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,এনজিও কর্মী, সাংবাদিক,স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী,জনপ্রতিনিধিগণ,রাজনৈতিক ব্যক্তিগণ থাকতে পারেন।

★ আপনাদের যত রকমের সহযোগিতা দরকার,সব সহযোগিতা দিতে আমরা উপজেলা প্রশাসন প্রস্তুত আছি।

বৈশাখী বড়ুয়া
উপজেলা নির্বাহী অফিসার, হাজীগঞ্জ। (ফেইসবুক থেকে সংগৃহিত)

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!