বেশী বেশী করে তওবা করতে হবে: হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার খুতবায় পেশ ইমাম

  • আপডেট: ০৪:১৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
  • ৩৩

আরমান কাউসার:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ববাসিকে রক্ষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেশের ঐহিত্যবাহী বড় মসজিদ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার নামাজের বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

মোনাজাতে এক সাথে অধালক্ষাধীকের বেশী মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ এর কান্নার সাথে মুসল্লিরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে গুনাহ ও আজাব থেকে ক্ষমা চান।

অন্যান্য জুময়ার তুলনায় ৩ এপ্রিলের জুময়ায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার নামাজে মুসল্লির সমাগম ছিল কম।

এর পূর্বে জুময়ার খুতবায় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ বলেন, আল্লাহর গজব থেকে রক্ষায় আমাদের বেশী বেশী ইস্তিগফার পড়তে হবে। ৫ ওয়াক্ত ফরজ ও সুন্নাত নামাজের পাশা-পাশি বেশী বেশী করে নফল নামাজ পড়তে হবে। রোজা রাখতে হবে। আল্লাহ যেনো এ বৈশ্বিক গজব থেকে আমাদেরকে রক্ষা করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

নিজের দল বিলুপ্ত করে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নুর!

বেশী বেশী করে তওবা করতে হবে: হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার খুতবায় পেশ ইমাম

আপডেট: ০৪:১৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০

আরমান কাউসার:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ববাসিকে রক্ষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেশের ঐহিত্যবাহী বড় মসজিদ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার নামাজের বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

মোনাজাতে এক সাথে অধালক্ষাধীকের বেশী মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ এর কান্নার সাথে মুসল্লিরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে গুনাহ ও আজাব থেকে ক্ষমা চান।

অন্যান্য জুময়ার তুলনায় ৩ এপ্রিলের জুময়ায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার নামাজে মুসল্লির সমাগম ছিল কম।

এর পূর্বে জুময়ার খুতবায় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ বলেন, আল্লাহর গজব থেকে রক্ষায় আমাদের বেশী বেশী ইস্তিগফার পড়তে হবে। ৫ ওয়াক্ত ফরজ ও সুন্নাত নামাজের পাশা-পাশি বেশী বেশী করে নফল নামাজ পড়তে হবে। রোজা রাখতে হবে। আল্লাহ যেনো এ বৈশ্বিক গজব থেকে আমাদেরকে রক্ষা করে।