গাজী মহিনউদ্দিন:
করোনা গ্রাসে বিশ্ব ব্যাপী চলছে মৃত্যুর মিছিল। তা সামাল দিতে হিমশিম খাচ্ছে উন্নত রাষ্ট্রগুলো। প্রতিনিয়ত করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে হাজার হাজার মানুষ। এ পর্যন্ত বিশ্ব মহামারী নভেল করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি কোন দেশ।
সারাদেশে সরকারি সাধারণ ছুটির টানা দুই দিনেও হাজীগঞ্জ উপজেলার গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা চোখে পড়েনি। হাজীগঞ্জের গ্রামাঞ্চলের দোকানপাটগুলোতে চলছে জমজমাট আড্ডাবাজি। বাড়ি বাড়ি বসছে পার্টি আর গল্পের আসর। প্রবাসীদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিংয়ে যাওয়ার কথা থাকলেও তারা অবাধে চলাফেরা করছে দোকান এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে।
এ দিকে করোনা ভাইরাস মোকাবেলায় সকল সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও পাড়া মহল্লায় থেমে নেই জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের গণসমাগম। সাহায্য সহযোগিতা দিতে গিয়ে ছোট খাটো শোডাউন করা হচ্ছে। এতে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি রয়েছে।
করোনা প্রতিরোধে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। অভিযানের পরও মানা হচ্ছে না কোয়ারেন্টি। এতো মধ্যে বিভিন্ন সরকারি নির্দেশনা না মানায় অভিযান পরিচালনা করেছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশ।