দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

  • আপডেট: ০৩:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ২৮

নতুনেরকথা ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোদাগাড়ীর উজানপাড়া গ্রামের হৃদয় (২২) ও রাজশাহীর পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের শ্যামল (২৩)।

আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলা সদরের সোহাগ আলী (২২), রাজশাহী মহানগরীর রায়পাড়া এলাকার মোসাদ্দেক আলী (২১) এবং গোদাগাড়ী উপজেলা সদরের মোহাম্মদ আলী (২৮)। তারা রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন। এরপর সবাইকেই আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর দুজন মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিন যুবক।

গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন।

আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

আপডেট: ০৩:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০

নতুনেরকথা ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোদাগাড়ীর উজানপাড়া গ্রামের হৃদয় (২২) ও রাজশাহীর পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের শ্যামল (২৩)।

আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলা সদরের সোহাগ আলী (২২), রাজশাহী মহানগরীর রায়পাড়া এলাকার মোসাদ্দেক আলী (২১) এবং গোদাগাড়ী উপজেলা সদরের মোহাম্মদ আলী (২৮)। তারা রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন। এরপর সবাইকেই আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর দুজন মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিন যুবক।

গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন।

আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।