করোনা থেকে রক্ষায়: হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বিশেষ দোয়া

  • আপডেট: ০৪:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
  • ২৭

নিজস্ব প্রতেবেদক:

বিশ্বব্যাপী ধ্বংসাত্বক ভয়াবহ রোগ করোনা ভাইরাস নামক আল্লাহর গজব থেকে রক্ষায় দেশের ঐহিত্যবাহী বড় মসজিদ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার নামাজের বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

মোনাজাতে এক সাথে অধালক্ষাধীকের বেশী মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ এর কান্নার সাথে মুসল্লিরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে গুনাহ ও আজাব থেকে ক্ষমা চান।

অন্যান্য জুময়ার তুলনায় ২০ মার্চের জুময়ায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার নামাজে অনেক বেশী মুসল্লির সমাগম ঘটে। জুময়ার নামাজের খুতবা ও মোনাজাত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ফেইসবুক থেকে সরসরি সম্প্রচার করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জে কিটনাশক পানে স্কুলছাত্রীর আ ত্ম হ ত্যা!

করোনা থেকে রক্ষায়: হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বিশেষ দোয়া

আপডেট: ০৪:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০

নিজস্ব প্রতেবেদক:

বিশ্বব্যাপী ধ্বংসাত্বক ভয়াবহ রোগ করোনা ভাইরাস নামক আল্লাহর গজব থেকে রক্ষায় দেশের ঐহিত্যবাহী বড় মসজিদ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার নামাজের বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

মোনাজাতে এক সাথে অধালক্ষাধীকের বেশী মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ এর কান্নার সাথে মুসল্লিরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে গুনাহ ও আজাব থেকে ক্ষমা চান।

অন্যান্য জুময়ার তুলনায় ২০ মার্চের জুময়ায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার নামাজে অনেক বেশী মুসল্লির সমাগম ঘটে। জুময়ার নামাজের খুতবা ও মোনাজাত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ফেইসবুক থেকে সরসরি সম্প্রচার করা হয়।