হাজীগঞ্জে মন্দির নির্মাণে ১৫ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান

  • আপডেট: ০৫:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ২৩

শাখাওয়াত হোসেন শামীম:

হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে শিব মন্দির ও কালী মন্দির নির্মাণে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা অনুদান দিয়েছেন চার পরিবারের সদস্যরা। বুধবার বিকালে পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহার উপস্থিতিতে পৌর মহাশশ্মানের সভাপতি অপন কুমার সাহা ও স্বপন কুমার সাহা ও কোষাধ্যক্ষ বাবুল সাহার

নিকট এই অনুদানের টাকা প্রদান করেন ওই পরিবারের সদস্যরা।

তারা (অনুদান প্রদানকারী) হলেন, পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মৃত গৌরাঙ্গ সাহার ছেলে নির্মল সাহা, পরিমল সাহা, স্বপন সাহা ও সুধীর সাহা, মৃত শ্রী নিবাস সাহার ছেলে বেনু সাহা, শুকলাল সাহা, শ্যামল সাহা ও সুমন সাহা, মৃত রাধেশ্ব্যম সাহার ছেলে গোপাল সাহা, নেপাল সাহা ও বিমল সাহা এবং মৃত সচিন্দ্র সাহার ছেলে নারায়ণ সাহা।

অনুদান গ্রহণ শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ দিকে একই স্থানে (পৌর মহাশশ্মান) পার্থ সারথি নাট মন্দির (প্রায় চার হাজার বর্গফুুট বিশিষ্ট)

 নির্মাণে এককভাবে অর্থায়ন করবেন, অমূল্য কুমার দেবনাথ ও তার সহধর্মীনি প্রতিমা মজুুুমদার।

বিষয়টি নিশ্চিত করে অনুদান দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, পৌর মহাশশ্মান পরিচালনা কমিটি।

এ সময় পৌর মহাশশ্মান কমিটির কোষাধ্যক্ষ বাবুল সাহা, শিব মন্দির ও কালী মন্দির নির্মাণ কমিটির আহবায়ক শ্যামগীরি রায় চৌধুরী, যুগ্ম আহবায়ক সঞ্জয় কর্মকার, প্রাণ কৃষ্ণ সাহা মনা ও প্রদীপ সাহা, কোষাধ্যক্ষ শ্যামল সাহা,

পার্থ সারথি নাট মন্দির কমিটির সদস্য সচিব সুমন রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও পৌর মহাশশ্মান কমিটি এবং শিব মন্দির ও কালী মন্দির নির্মাণ কমিটির অন্যান্য সদস্যসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জে কিটনাশক পানে স্কুলছাত্রীর আ ত্ম হ ত্যা!

হাজীগঞ্জে মন্দির নির্মাণে ১৫ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান

আপডেট: ০৫:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০

শাখাওয়াত হোসেন শামীম:

হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে শিব মন্দির ও কালী মন্দির নির্মাণে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা অনুদান দিয়েছেন চার পরিবারের সদস্যরা। বুধবার বিকালে পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহার উপস্থিতিতে পৌর মহাশশ্মানের সভাপতি অপন কুমার সাহা ও স্বপন কুমার সাহা ও কোষাধ্যক্ষ বাবুল সাহার

নিকট এই অনুদানের টাকা প্রদান করেন ওই পরিবারের সদস্যরা।

তারা (অনুদান প্রদানকারী) হলেন, পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মৃত গৌরাঙ্গ সাহার ছেলে নির্মল সাহা, পরিমল সাহা, স্বপন সাহা ও সুধীর সাহা, মৃত শ্রী নিবাস সাহার ছেলে বেনু সাহা, শুকলাল সাহা, শ্যামল সাহা ও সুমন সাহা, মৃত রাধেশ্ব্যম সাহার ছেলে গোপাল সাহা, নেপাল সাহা ও বিমল সাহা এবং মৃত সচিন্দ্র সাহার ছেলে নারায়ণ সাহা।

অনুদান গ্রহণ শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ দিকে একই স্থানে (পৌর মহাশশ্মান) পার্থ সারথি নাট মন্দির (প্রায় চার হাজার বর্গফুুট বিশিষ্ট)

 নির্মাণে এককভাবে অর্থায়ন করবেন, অমূল্য কুমার দেবনাথ ও তার সহধর্মীনি প্রতিমা মজুুুমদার।

বিষয়টি নিশ্চিত করে অনুদান দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, পৌর মহাশশ্মান পরিচালনা কমিটি।

এ সময় পৌর মহাশশ্মান কমিটির কোষাধ্যক্ষ বাবুল সাহা, শিব মন্দির ও কালী মন্দির নির্মাণ কমিটির আহবায়ক শ্যামগীরি রায় চৌধুরী, যুগ্ম আহবায়ক সঞ্জয় কর্মকার, প্রাণ কৃষ্ণ সাহা মনা ও প্রদীপ সাহা, কোষাধ্যক্ষ শ্যামল সাহা,

পার্থ সারথি নাট মন্দির কমিটির সদস্য সচিব সুমন রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও পৌর মহাশশ্মান কমিটি এবং শিব মন্দির ও কালী মন্দির নির্মাণ কমিটির অন্যান্য সদস্যসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।