স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের সুহারী এলাকার রিয়া মেয়েটি বিয়ে করেই ১৩ লক্ষ্য টাকার মালিক। রিয়া ইসলামকে এ কাজে সহযোগিতা করে তার মা বিলকিস আক্তার।
জানা যায় রিয়া এক এক করে তিনটি বিয়ে করে। প্রতিটি বিয়ে করে প্রেমের ফাদে কাউকে ফাঁসিয়ে। বিয়ে করে উচ্চ দেনমোহর দিয়ে। নগতে সব নেই বাকি রাখে লাক্ষ কয়েক টাকা। কিছু দিন পরে স্বামী জানতে পারে তাকে ছেরে দেওয়া হয়েছে। একই কায়দায় ফাসানো হয়েছে ৩ জনকে।
এই ঘটনাটি পুরো এলাকায় আলোরন তৈরি করছে। এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায় রিয়া অনেক অনৈতিক কাজে জরিত। মামাতো ভাই, খালাতো ভায়ের পরিচয় অনেকে সে রুমে নিয়ে আসতো। রিয়া স্বীকার করে আমি তিন জনকে বিয়ে করি এবং তাদের কাছ থেকে দেন মোহর টাকা নিই এটা তার পাওনা টাকা। আরো জানতে চাইলে রিয়া বলে তাদের সাথে আমার যাচ্ছিল না তাই আমি তাদের ছেরে দিছি। রিয়ার স্বামীদের সাথে কথা বললে তারা বলে সম্মান রক্ষার জন্য কিছু করতে পারিনি।এরা হলো সুমন, মাহেদি হোসান, রায়হান।সকলের সাথে কথা বলতে চাইলে তারা বলে আমাদের তো জীবনটা নষ্টই করলো মেয়েটা ।
সুমন বলে আমার কাছ থেকে প্রায় ৪ লক্ষ্যটাকা হাতায় নেই সে। মাহেদি হোসাইন বলে ভাই বলে আর কি করবো আমার জীবনটা শেষ করে দিছে। টাকার কথা জানতে চাইলে, বলে আমার কাছ থেকে মোট ৬ লক্ষ টাকা হাতায় নিছে। রায়হানকে খুজে পাওয়া যায় নি।এলাকা বাসি সহ সকলে এর থেকে মুক্তির বার্তা আশাকরেন।