• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২০

চোখ ধাঁধাঁনো ইনিংস খেলেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

 

ক্রীড়া ডেস্কঃ মিরপুর ক্রিকেট গ্রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে চোখ ধাঁধাঁনো ইনিংস খেলেন তামিম ইকবাল।

টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার আগে দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। অনেক দিন পর বিসিএলে খেলতে নামেন তামিম। ছয় বছর পর এই আসরে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেয়ে উচ্ছ্বসিত এই ব্যাটসম্যান।

তামিম সেঞ্চুরি করেন ১২৬ বল খরচায়। ১৭ চারে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। যেখানে ছিল মনমুগ্ধকর কাভার ড্রাইভ, স্কয়ার ড্রাইভ, কাট শটের প্রাচুর্য।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এই বাঁহাতি ওপেনারের ১৬তম সেঞ্চুরি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তামিম ১৫৪ রানে অপরাজিত। ১৮৪বলে ২২ চারের সাজান এই ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম সর্বশেষ সেঞ্চুরি করেন ২০১৫ সালে।

ইনিংসের শুরুতেই বেশ আক্রমণাত্মক শট নিচ্ছিলেন তামিম। ওয়ালটন মধ্যাঞ্চলের পেসার মোস্তাফিজুর রহমানের বেশ কয়েকটি বল সীমানার বাইরে পাঠিয়েছেন।

আরেক পেসার শহিদুলের বলেও রান করেছেন অনেক।

মধ্যাহ্ন বিরতির আগে শুভাগত হোমের অফ স্পিনেও রানের গতি কমাননি তামিম।

ইনজুরির কারণে অনেকদিন দলের বাইরে থাকার পর পাকিস্তান সফরে গিয়ে সফল তামিম ইকবাল। এই ড্যাশিং ওপেনার পাকিস্তানে বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছন্দে ফিরছেন তামিম ইকবাল।

প্রথম ম্যাচে ৩৯ বলে ৩৪ ও দ্বিতীয় ম্যাচে ৬৫ করেছেন।

এবার টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার আগে ব্যাটে রান পেয়ে স্বস্তি নিয়ে যেতে পারবেন তামিম। পাক সফরের আগে এই বাঁহাতি ওপেনারে এমন আক্রমণাত্মক সেঞ্চুরিতে আশায় বুক বেঁধেছেন সমর্থকরা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!