নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ এর চট্রগ্রাম রেঞ্জে ২০১৯ সালের ডিসেম্বর মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ”শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার” সম্মানা স্মারক পেয়েছেন নোয়াখালীর চাটখিল থানার এস আই(নিঃ) মোঃ জসিম উদ্দিন।
২১ জানুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ পুলিশ এর চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক মাসিক পর্যলোচনা সভা শেষে এস আই মোঃ জসিম উদ্দিন এর হাতে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার এর সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় বাংলাদেশ পুলিশ চট্রগ্রাম রেঞ্জের কর্মকর্তা বৃন্দ ও নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এস আই মোঃ জসিম উদ্দিন চাটখিল থানায় যোগদান করার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। চাটখিল থানায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূলে ব্যাপক কাজ করেছেন।