চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট: ১২:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • ৫৩

নিজস্ব প্রতিবেদক॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদ এবং তাঁর নি:শর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভুইয়ার নেতৃত্বে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটি করে। শহরের শপথ চত্ত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনের গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মামলায় জামিন না পাওয়া ক্ষোভ এবং তাঁর মুক্তির দাবি জানিয়ে নানারকম শ্লোগান তোলেন। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খান বাবুল, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে বহুল প্রতীক্ষিত বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের এ রায়কে ঘিরে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান ভুইয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মী- সমর্থকরা শহরের কালিবাড়ি কোর্টস্টেশনে অবস্থান নেয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চাঁদপুরে চুলার গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬জন দগ্ধ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট: ১২:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদ এবং তাঁর নি:শর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভুইয়ার নেতৃত্বে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটি করে। শহরের শপথ চত্ত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনের গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মামলায় জামিন না পাওয়া ক্ষোভ এবং তাঁর মুক্তির দাবি জানিয়ে নানারকম শ্লোগান তোলেন। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খান বাবুল, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে বহুল প্রতীক্ষিত বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের এ রায়কে ঘিরে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান ভুইয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মী- সমর্থকরা শহরের কালিবাড়ি কোর্টস্টেশনে অবস্থান নেয়।