চাঁদপুর: ১৪ অক্টোবর ২০১৯॥
গত ৬ অক্টোবর ২০১৯ রোববার দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদ নৃশংসতম হত্যাকান্ডের শিকার হয়েছেন। আবরার ফাহাদের হত্যাকান্ড একদিকে বাক স্বাধীনতার উপর নিষ্ঠুরতম আঘাত এবং অন্যদিকে ছাত্র সংগঠন তথা শিক্ষাঙ্গনের উপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিনতি। এই নৃশংস হত্যাকান্ডের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবীতে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে গতকাল বিকাল ৫টায় অঙ্গিকার পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সনাকের সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে অমানবিকভাবে হত্যা করা হয়। যা ইতিহাসের একটি নৃশংস ঘটনা। আমরা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই হত্যাকান্ডের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশ^বিদ্যালয়ের উপাচার্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন এজন্য আমরা টিআইবি ও সনাক চাঁদপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আবরার হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন। তিনি মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
সনাকের সাবেক সভাপতি ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত বলেন, আবরার ফাহাদের হত্যাকান্ড আমাদের স্বাধীনতার উপর নিষ্ঠুরতম আঘাত। আমরা আর এই ধরনের ঘটনা দেখতে চাই না। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীও ছাত্র রাজনীতি করেছেন। তখন এধরনের নৃশংস হত্যাকান্ড আমরা লক্ষ্য করিনি। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের যে গৌরব তা ফিরিয়ে আনার জন্য তিনি সরকারের নিকট আহ্বান জানান। আর তা না হলে সরকারের যে উন্নয়ন, যেভাবে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তা নিমিষেই ম্লান হয়ে যাবে। তিনি আবরার ফাহাদের নৃশংসতম হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এজন্য তিনি সনাক-টিআইবি’র পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যা, মোঃ আব্দুল মালেক, সনাক সদস্য ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা, সনাকের স্বজন গ্রুপের আহ্বায়ক মির্জা জাকির, সনাকের সিসিপি কমিটির সদস্য ব্যাংকার মুজিবুর রহমান, ইয়েস গ্রুপের দলনেতা জয় ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র রাজন চন্দ্র দে। মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, সনাক চাঁদপুরের স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।