গাজী মোঃ মহসিন:
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে ধারন করে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যেগে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সমাজের কিশোর গ্যাং অপরাধীদের প্রতিরোধকল্পে সচেতনামূলক সভা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব নাজিম উদ্দিন মোঃ জিলান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন।
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক মোঃ সেলিম মালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ, সদর মডেল থানা পুলিশিং ইন্সপেক্টর মোঃ আব্দুর রব, চাঁদপুর সদর উপজেলা কমিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন জিন্নাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওমর ফারুক, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারী, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পপাদক মোঃ আলমগীর সরকার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সংবাদ কর্মী গাজী মোঃ মহসিন প্রমূখ।
সচেতনামূলক সভায় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ রাজ্জাক ভূঁইয়া, মোহাম্মদ হাফিজ খান, সাইদুর রহমান সাজু খান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল গাজী, প্রচার সম্পাদক মোঃ মামুন মাল, সদস্য রাজন চন্দ্র ধর, আওয়ামীলীগ নেতা মোঃ বিল্লাল খান সহ বিভিন্ন ওয়াডের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি-সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ ফয়েজ আহমেদ।