স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, এ এলাকার জন্য আজকের দিনটি খুব খুব গুরুত্বপূর্ন। এ এলাকার ২টি ভবন উদ্বোধন হতে যাচ্ছে। আজকে অনুষ্ঠানের মাধ্যমে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে। আপনাদের একটি মেসেজ দিচ্ছি যারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধু তাদেরই ফরম পূরন করা হবে। নির্বাচনী পরীক্ষায় যারা ফেল করবে তাদেরকে ফরম পূরন করা যাবেনা, যা মনিটরিং করবে দুদক। আপনার সন্তানকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সকলের চেষ্টা করতে হবে। আজকে এখানে সকল অভিভাবক সদস্য রয়েছেন আপনাদেরও খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি।
তিনি আরও বলেন, এটি একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীর পড়ালেখায় মনোযোগী করার জন্য মোবাইল ব্যবহারে দিকে অভিভাবকদের নজর রাখতে হবে। কারন শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। আমরা সব সময় ভালো ফলাফল প্রত্যাশা করি। কিন্তু আপনাদের সন্তানরা ক্লাসে উপস্থিত হচ্ছেনা, তা আপনারা খেয়াল রাখবেন। কিশোররা যেন কিশোর গ্যাংদের সাথে না মিশে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, ফরম পূরনে সরকার যে সিদ্ধান্ত দিবে তা শিক্ষার্থী ও অভিভাবকদের মেনে নিতে হবে। আমরা ফেল করা কাউকে ফরম পূরন করবো না। শিক্ষার মান বৃদ্ধির জন্য আমরা শিক্ষকদের টিম করে বাড়িতে পাঠাবো। বাবার চেয়ে মা সন্তানের পড়াশুনার প্রতি বেশি যন্তবান হতে হবে। কারন মা সবসময় সন্তানের পাশে থাকে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় যারা ফলাফল খারাপ করেছ, তাদের তা থেকে উত্তরণ হতে হবে। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। সর্বোপরি নিয়মিত ক্লাস করতে হবে। নির্বাচনী পরীক্ষার উপর ভিত্তি করে ফরম পূরনের সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসতে হবে। মাসে একবার হলেও অভিভাবকরা কলেজে যোগাযোগ করে সন্তানের পড়াশুনার অবস্থা সম্পর্কে জানতে হবে। এতে শিক্ষার্থীদের পড়া-লেখার মান বৃদ্ধি পাবে। আপনারা এই মনিটরিং সবসময় করলে শিক্ষার্থী নিয়মিত ক্লাস করবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: আবুল কালাম আজাদ, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফিরোজা বেগম, কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, ভূগোল বিষয়ের সহকারি অধ্যাপক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, যুক্তিবিদ্যা বিষয়ের সহকারি অধ্যাপক সামিমা আক্তার, সমাজকর্ম বিষয়ের প্রভাষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নুরুল বাতেন, প্রভাষক ও গভর্নিং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক মো: মঞ্জুরুল আলম পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের মেম্বার মো: সফিক কারী, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী, কলেজ গভনির্ং বডির অভিভাবক সদস্য ও ইউপি মেম্বার মোস্তফা খান, কলেজ গভনির্ং বডির অভিভাবক সদস্য মো: জাকির হোসেন গাজী, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য আয়েশা বেগম, কলেজের সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীর চর্চা শিক্ষক হালিমা বেগম, ভাঁটেরগাঁও নিবাসী অভিভাবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুজ্জামান খান, অভিভাবক মো: জাহিদুল ইসলাম পাটওয়ারী, অভিভাবক রিনা বেগম, মোজাফর খান, জগন্নাথ সরকার, জয় কুমার ভক্ত, হোসনেয়ারা বেগম, ফাতেমা বেগম, রাবেয়া বেগম, মুক্তা আক্তার, ছায়েরা বেগম, ফাহিমা আক্তার, নাছরীন বেগম, সাহিনা বেগম, মরিয়ম বেগম, ছালেহা বেগম, মিনু বেগম, ফারিয়া বেগম, ঝর্না বেগমসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।