নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সেই সুযোগে কাজে লাগিয়ে কিছু ডিলার খাদ্য গুদাম থেকে চাল বের করে স্থানীয় দালাল চক্রের হাতে কাছে বিক্রি করছে।
খাদ্য গুদামে লেবার সর্দার দক্ষিণ গুনরাজদী জয়নাল পাটোয়ারী ছেলে নান্টু পাটোয়ারী কিছু সরকারি চাল সরিয়ে বিক্রয় করছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে দোকান ঘর রামদাসদী এলাকার সিআইপি বেড়ি বাঁধের রাস্তার পাশে স্বপনের ঘরে ২৩ বস্তা চাল উদ্ধার করে।
অভিযানের নের্তৃত্বদেন পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদ হোসেন ও এসআই জাহাঙ্গীর আলম। স্থানীয়রা জানান, সিএসডি গোডাউন থেকে নান্টু রাতের আধারে চালগুলো এনে স্বপনের ঘরে রাখে। প্রতি বস্তা চাল ৮০০ টাকা দরে কলোনির লোকজনের কাছে বিক্রি করে।
ফাঁড়ির ইনচার্জ শহীদ হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সআইপি বেড়ি বাঁধের পাশে সরকারি জায়গায় নির্মিত ঘরে অভিযান চালিয়ে ২৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চালগুলো নান্টু নামের এক ব্যক্তি স্বপনের বসতঘরে বিক্রির জন্য রেখে ছিল। এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।