চাঁদপুর, ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:
চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড ও সদরের আশিকাটি এলাকা থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদাতল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের তালতলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন-শহরের মাদ্রাসা রোড এলাকার মো. শাহ আলম মুন্সির ছেলে মো. শাহাদাত মুন্সী (২৮) ও সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আবুল কালাম মালের ছেলে মো. মানিক মাল (২৬)।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ-পরিচালক মো. মিজানুর রহমান শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দুপুর সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে মাদ্রাসা রোড থেকে ৩০ পিস ইয়াবাসহ শাহাদাত মুন্সী এবং আশিকাটি থেকে ২৫ পিস ইয়াবাসহ মানিক মালকে আটক করা হয়। তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ দফা (গ) ৩৬ ধারায় সাজা প্রদান করা হয়েছে।
কারাদন্ডপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ীকে বিকেলেই চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।