শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অগ্নিকান্ডে নগদ সাত লাখ টাকার আংশিক ও পাঁচটি ঘর পুড়েছে। উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা গ্রামের তালুকদার বাড়ীতে দুলালের বসতঘরে মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যুতের সটসাকিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরগুলো একই পরিবারের। ক্ষতিগ্রস্ত দুলাল একজন পান বিক্রেতা। তার ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে সর্বসান্ত হয়। তারই তিনটি ঘর পুড়ে যায়। ক্ষয়- ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা।
শাহরাস্তি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান ।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও শুকনা খাবার দেয়া হয়েছে। তার নগদ সাত লাখ টাকার আংশিক পোড়ানো অবস্থায় দেখেছি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার শিরিন আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরীদ উল্লাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।