• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৯

কচুয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

ওমর ফারুক সাইম, কচুয়া॥
কচুয়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা। তিনি আজ ৯ সেপ্টেম্বর সোমবার চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা চাঁদপুরের কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি হয়ে এসেছেন।
এর আগে ২০১৭ সালের ১০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে রুমন দেকে নিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
এসিল্যান্ড একি মিত্র চাকমার কর্মজীবন প্রসঙ্গে টেলিফোনে সাংবাদিক ওমর ফারুক সাইম এর সাথে কথা হয় তাঁর।
সে সূত্রে জানা যায়, সহকারী কমিশনার ৩৪ তম বিসিএস (এডমিন) ক্যাডারে উর্ত্তীণ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন এবং ট্রেনিং করে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ২০১৬ সালের ১ জুন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে গত ২৮ আগষ্ট মহালছড়ি ত্যাগ করেন।
একি মিত্র চাকমা রাঙ্গামাটি জেলার সদর উপজেলার কৃতি সন্তান। ‘তিনি দায়িত্ব পালনে কচুয়াবাসীর সহযোগীতা কামনা করেছেন।’

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!