আন্তর্জাতিক ডেস্ক:
স্বাধীনতার লড়াইয়ে কাশ্মীরি জনগণের পাশে থাকবে পাকিস্তানের সেনাবাহিনী। এর জন্য যত দূর প্রয়োজন তত দূরে যাওয়ারও ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।
বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর কাশ্মীরিদের উদ্দেশে এসব কথা বলেন। খবর ডন ও জিয়ো নিউজের।
তিনি বলেন, কাশ্মীরি বাহাদুরদের জানিয়ে দিতে চাই আমরা আপনাদের পাশে আছি। যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের সঙ্গেই থাকব। ৭২ বছর যাবত আপনারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন, কিন্তু দুঃখজনকভাবে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
কাশ্মীরি জনগণের অবিচল দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তান সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, আপনাদের দুর্দশা ও মারাত্মক পরিস্থিতির কষ্ট আমরাও অনুভব করি। আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।
কাশ্মীর নিয়ে ভারত যুদ্ধের বীজবপন করছে বলেও অভিযোগ করেন মেজর জেনারেল আসিফ গফুর।
তিনি বলেন, নয়াদিল্লি গত মাসে কাশ্মীরের শায়ত্তশাসন বাতিল করার পরে বিরোধীয় কাশ্মীরে ভারতের ভূমিকা আঞ্চলিক শান্তি বিপন্ন করছে।