নতুনেরকথা ডেস্কঃ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা হয়েছে চট্টগ্রামের ছেলে নাঈম হাসানের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম অভিষেক টেস্টে ৫ উইকেট পেয়েছিলেন।
নাঈম হাসান বলেন, চট্টগ্রামে খেলা হচ্ছে, আমার বাড়িও চট্টগ্রামে সে জন্য ভালো লাগে। তবে এ নিয়ে অতিরিক্ত উচ্ছ্বসিত নই। যখন উইকেট পাই, রান পাই তখন আত্মবিশ্বাসটা বেশি থাকে। ‘ওভার কনফিডেন্স’ না। কারণ প্রত্যেক দিনই নতুন দিন। প্রতিবার নতুনভাবে শুরু করি। আগের ভালো পারফর্মেন্সটা আত্মবিশ্বাসের জায়গা ঠিক রাখে। তার মানে এই না যে ওভার কনফিডেন্স হয়ে খেলব। সেভাবে খেললে তো হবে না।
নাঈম হাসান আরও বলেন, খেলতে খেলতেই চিন্তা করি যে আমার ধারাবাহিকতাটা বজায় রাখবো। আর নিজের শতভাগটা দেয়ার চেষ্টা করি। ধারাবাহিকতা বজায় রেখে চললে দিন শেষে সফলতার আশা করা যায়। ক্রিকেটে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং- তিনটাই গুরুত্বপূর্ণ। কোনোটাতেই ছাড় দেয়া যাবে না।
নেটে মুশফিক, সাকিবদের সঙ্গে বোলিং অনুশীলন করেন নাঈম। তিনি বলেন, তারা স্পিন ভালো খেলেন। বিশ্বমানের ব্যাটসম্যান তারা। আমাদের দলও ভালো অবস্থানে আছে।
ব্যাটিংও অনুশীলন করেছেন নাঈম। তিনি বলেন, যখন আমি ব্যাটিং অনুশীলন করি তখন আমি মনে করি আমি একজন ব্যাটসম্যান।