ক্রীড়া ডেস্ক:
সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার পল উইলসনের টেস্ট আম্পায়ারিং জীবনের শুরুটা হচ্ছে বাংলাদেশের মাটিতে। আগামী পাঁচ সেপ্টেম্বর চট্টগ্রামের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টে পল রাইফেলের সঙ্গে দায়িত্বপালন করবেন তিনি।
১৯৯৮ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার হয়ে একটা টেস্ট খেলা এই উইলসন এর আগে ২৮টি ওয়ানডে ও ১১ টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। গেল বিশ্বকাপের ১৬ আম্পায়ারের একজন ছিলেন তিনি।
আরো পড়ুন: বাংলাদেশে আফগানিস্তান-জিম্বাবুয়ের ক্রিকেট দলের সফরসূচি
উইলসন টেস্টের ইতিহাসে ৯০তম অস্ট্রেলিয়ান আম্পায়ার হতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার হয়ে ১১ ওয়ানডে খেলে ১৩ উইকেট পাওয়া উইলসন গেল গ্রীষ্মে টানা দ্বিতীয়বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সেরা ম্যাচ অফিসিয়ালের পুরস্কার পান।