ক্রীড়া ডেস্ক:
অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলে হারিয়ে শুভ সূচনা করা বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৭-১ গোলে হারিয়ে নিজেদেরকে সেরা হিসেবে উপস্থাপন করে দেখাচ্ছিলো ফাইনালে খেলার স্বপ্ন। সেই স্বপ্নে এবার বাঁধ সাধলো নেপাল।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের কিশোররা। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে সেটা নিশ্চিত করার অপেক্ষা ছিল। কিন্তু নেপালের বিপক্ষে ধাক্কা খেয়ে বসল আল আমিন-মিরাদরা। নিজেদের তৃতীয় ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে রাকিবুল ইসলামের দল।
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীতে নেপালের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলে হারায় সফরকারীরা। আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পায় ৭-১ গোলের বিশাল জয়। নেপালও খেলেছে দুটি ম্যাচ। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরেছে ৫-০ গোলে, পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য ২-১ গোলে জিতেছে দলটি।
অবশ্য বাংলাদেশের সামনে আরেকটি সুযোগ আছে। আগামী ২৯ আগস্ট নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের কিশোরদের। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বেশ আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথম সাত মিনিটের মধ্যে প্রতিপক্ষ শিবিরে তিনবার আক্রমণ হানে সফরকারীরা। কিন্তু তিনবারেই নেপালের রক্ষণভাগ ভাঙতে পারেনি আল আমিনরা।
শুরুর দিকে এলোমেলো খেলা নেপালও মিনিট দশেক পর নিজেদের গুছিয়ে নেয়। ম্যাচের ১৯তম মিনিটে ভালো সুযোগও আসে তাদের সামনে। তবে লক্ষ্যভ্রষ্ট শটে সহজ সুযোগ হাতছাড়া করে নেপাল ফুটবলাররা।
বিরতির পর প্রথম গোলের দেখা পায় নেপাল। ৪৭তম মিনিটে মাঝমাঠ থেকে বল ঠিকানায় পাঠান যাদেব। পাঁচ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জিমি।
৭৯ মিনিটে বাংলাদেশের ব্যবধান কমান রহমান মিয়া। চার মিনিট পর আবারও এগিয়ে যায় নেপাল। গোলটি আসে লামসালের পা থেকে। শেষের দিকে যাদেবের দ্বিতীয় গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।
এবারের আসরে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ পাঁচটি দল। অন্য দেশগুলো আয়োজক ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে টুর্নামেন্টটি। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে