হাজীগঞ্জে সহপাঠী শিশু রিয়াদ (৮) এর ধাক্কায় অপর সহপাঠী শিশু শাহাদাত হোসেন(৮) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা বশির মেম্বার বাড়ীর।
ঘটনার সূত্রপাতে সরজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার সকালে শিশু দুইটি স্থানীয় মক্তবে আরবী পড়তে যায়। মক্তব ছুটি হওয়ার পরে দুইজন বাড়ি ফেরার পথে দুষ্টামির ছলে শিপন হোসেনের ছেলে রিয়াদ ও টিটু মিয়ার ছেলে শাহাদাত কে ধাক্কা দিলে সে রাস্তার পাশে থাক গাছে উপর উৎ হয়ে পড়ে। এতে সে বুকে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।
খবর পেয়ে শাহাদাত এর মা তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর তার অবস্থার অবনতির হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টায় মারা যায়।
হাসপাতালের ছাড়পত্রসহ সকালে শাহাদাতের লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে হৃদয়বিদারক ঘটনা ঘটে। পুরো এলকায় শোকের ছায়া নেমে আসে। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারের ছাড়পত্রে মৃত্যুর কারণ হিসেবে হার্ট ফেইল করে মৃত্যু হয়েছে বলে লেখা রয়েছে।
ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার এস.আই মো. আলমগীরসহ পুলিশ ফোর্স হাজির হয়। উভরপক্ষের কোন অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, শিশু মৃত্যুর ঘটনায় উভয় পরিবারের কোন রকম অভিযোগ না থাকায় লিখিত নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।