হাজীগঞ্জে বিশ্ব প্রিম্যাচ্যুরিটি দিবস পালিত

হাজীগঞ্জে বিশ্ব প্রিম্যাচ্যুরিটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈমের নেতৃত্বে এদিন সকালে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।

মেডিক্যাল অফিসার ডা. এসএম নাজমুল করিমের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিক্যাল অফিসার ডা. মমিনুল হায়দার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দীলিপ চন্দ্র দাস ও স্বাস্থ্য পরিদর্শক নাসিমা আক্তার প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সময়ের আগে এবং কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুকেই বলা হয় ‘প্রিম্যাচিউর বেবি’ বা ‘অপরিপক্ব নবজাতক’। সাধারণত একজন নবজাতক মায়ের গর্ভে ৪০ সপ্তাহ বা ২৮০ দিন থাকার পর জন্মগ্রহণ করে। এসময় পর্যন্ত শিশু মায়ের পেটে থাকার পর পৃথিবীতে এসে বেঁচে থাকার মতো পরিপক্বতা ও শক্তি অর্জন করে। কিন্তু মায়ের বিভিন্ন শারীরিক জটিলতায় কখনো কখনো সময়ের আগেই শিশুর জন্ম হয়ে যায়।

তিনি আরও বলেন, ২৫৯ দিন (৩৭ সপ্তাহ) পূর্ণ হওয়ার আগেই জন্ম নেওয়া এসব শিশুকে বলা হয় প্রিম্যাচিউর (অপরিপক্ব) নবজাতক। বিশে^ নবজাতক মৃত্যুর হার নিমোনিয়ায় প্রথম এবং প্রিম্যাচিউরে দ্বিতীয়। এ ক্ষেত্রে মায়ের মৃত্যু ও শারিরিক জটিলতাও দেখা দেয়। আমাদের দেশে প্রায় ৪৫ শতাংশ নবজাতকের মৃত্যু ঘটে সময়ের আগে জন্ম নেওয়ার কারণে। ফলে প্রিম্যাচিউর ও নবজাতকের মৃত্যুরোধে পারিবারিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

বক্তব্য শেষে ডা. গোলাম মাওলা নঈম, এ বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্তান সম্ভবা মায়েদের সচেতন করার জন্য আহবান জানান। র‌্যালী ও সভায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কনসালটেন্ট, মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুর সদরে আওয়ামীপন্থি ৪ ইউপি সদস্য গ্রেফতার

হাজীগঞ্জে বিশ্ব প্রিম্যাচ্যুরিটি দিবস পালিত

আপডেট: ১০:০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

হাজীগঞ্জে বিশ্ব প্রিম্যাচ্যুরিটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈমের নেতৃত্বে এদিন সকালে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।

মেডিক্যাল অফিসার ডা. এসএম নাজমুল করিমের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিক্যাল অফিসার ডা. মমিনুল হায়দার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দীলিপ চন্দ্র দাস ও স্বাস্থ্য পরিদর্শক নাসিমা আক্তার প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সময়ের আগে এবং কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুকেই বলা হয় ‘প্রিম্যাচিউর বেবি’ বা ‘অপরিপক্ব নবজাতক’। সাধারণত একজন নবজাতক মায়ের গর্ভে ৪০ সপ্তাহ বা ২৮০ দিন থাকার পর জন্মগ্রহণ করে। এসময় পর্যন্ত শিশু মায়ের পেটে থাকার পর পৃথিবীতে এসে বেঁচে থাকার মতো পরিপক্বতা ও শক্তি অর্জন করে। কিন্তু মায়ের বিভিন্ন শারীরিক জটিলতায় কখনো কখনো সময়ের আগেই শিশুর জন্ম হয়ে যায়।

তিনি আরও বলেন, ২৫৯ দিন (৩৭ সপ্তাহ) পূর্ণ হওয়ার আগেই জন্ম নেওয়া এসব শিশুকে বলা হয় প্রিম্যাচিউর (অপরিপক্ব) নবজাতক। বিশে^ নবজাতক মৃত্যুর হার নিমোনিয়ায় প্রথম এবং প্রিম্যাচিউরে দ্বিতীয়। এ ক্ষেত্রে মায়ের মৃত্যু ও শারিরিক জটিলতাও দেখা দেয়। আমাদের দেশে প্রায় ৪৫ শতাংশ নবজাতকের মৃত্যু ঘটে সময়ের আগে জন্ম নেওয়ার কারণে। ফলে প্রিম্যাচিউর ও নবজাতকের মৃত্যুরোধে পারিবারিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

বক্তব্য শেষে ডা. গোলাম মাওলা নঈম, এ বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্তান সম্ভবা মায়েদের সচেতন করার জন্য আহবান জানান। র‌্যালী ও সভায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কনসালটেন্ট, মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।