দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

  • আপডেট: ০৩:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • ৩৮

ছবি-সংগৃহিত।

দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা। আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এএফপি তাদের প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনার একজন সিনিয়র উপদেষ্টাকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এর ‘সম্ভাবনা’ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা বলেন, ‘সার্বিক পরিস্থিতিতে এই সম্ভাবনা আছে। কিন্তু আমি জানি না আসলে কী হবে।’

পরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে চলে যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে গতকাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

Tag :
সর্বাধিক পঠিত

সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপে অর্থনৈতিক শুমারি শুরু ১০ ডিসেম্বর

দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

আপডেট: ০৩:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা। আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এএফপি তাদের প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনার একজন সিনিয়র উপদেষ্টাকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এর ‘সম্ভাবনা’ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা বলেন, ‘সার্বিক পরিস্থিতিতে এই সম্ভাবনা আছে। কিন্তু আমি জানি না আসলে কী হবে।’

পরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে চলে যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে গতকাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ।