ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর নতুন বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে আশ্ররাফপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ওই বাজারের ব্যবসায়ী ৬৪ জন ভোটার অধিকার প্রয়োগ করে নতুন কমিটি গঠন করা হয়।
বাজার পরিচালনা কমিটির সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন ।
সভাপতি পদে শামসুদ্দিন সৈকত ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম ২৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মানিক হোসেন ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল কাদের ২২ ভোট পান।
নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, ১২ নং আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মাস্টার,বাংলাদেশ কৃষি ব্যাংকের চাঁদপুর জেলা শাখার এজিএম মোঃ আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক মৌলভী আলী আকবর মাস্টার, ইউপি সদস্য মাহাবুবুল আলম, হাসিনা বেগমসহ বাজার ব্যবসায়ী, এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজার ব্যবসায়রা জানান,বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাসহ তাদের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান সেই সাথে ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি বাজারের পরিবেশ ঠিক রাখার জন্য উদ্দেশ্যে তাদেরকে নির্বাচিত করা হয়েছে।