কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় আইনের তোয়াক্কা না করে চলছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ব্যবসা। উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর উত্তর পশ্চিম মাঠে স্কুল শিক্ষক আব্দুল কুদ্দুছ ও তার সহযোগীরা এ অবৈধ বালু উত্তোলনের ব্যবসা করছে। মাঠে পানি না থাকায় জমি থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে বিনষ্ট হচ্ছে ফসলি জমি। ভেঙ্গে পড়ার হুমকিতে পড়েছে পাশ^বর্তী জমিগুলো। এতে করে চরম ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মাঝে।
জানা গেছে, স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস মেনেজ করে মেঘদাইর উত্তর পশ্চিম মাঠে আব্দুল কুদ্দুছ মাষ্টার অবৈধভাবে দিনে রাতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছেন। এতে হুমকিতে রয়েছে পার্শ্ববর্তী আবাদি জমি।
পার্শ^বর্তী জমির মালিকরা জানান, কৃষি জমি থেকে ড্রেজারে বালু উত্তোলন করতে আমরা বাধা প্রদান করি। তারা আমাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে দিনে রাতে বালু উত্তোলন করে আসছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করার পরে স্থানীয় ভূমি কর্মকর্তা এসে কয়েকটি পাইপ ভেঙ্গে মেশিন বন্ধ রাখতে বলে যান। ভূমি কর্মকর্তা স্থান ত্যাগ করার পরেই আবার তারা বালু উত্তোলন শুরু করে দেন।
বক্সগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপক চন্দ্র বলেন, আমি সেখানে গিয়ে ড্রেজারে বালু উত্তোলন করতে নিষেধ করি।