নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র

  • আপডেট: ০৭:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ৩৭

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড একাদশের সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচ ড্র করেছে টাইগাররা।

দ্বিতীয় দিনে কিউই একাদশের ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে সাদমান দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল জয় স্কোর বোর্ডে যোগ করেন ৫০ রান।

ইনিংস লম্বা করতে পারেননি অধিনায়ক মমিনুল হক। তবে ব্যাট হাতে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন জয় ও মুশফিক। ৬৬ রান করে আসে দু’জনের ব্যাট থেকেই। উজ্জ্বল ছিলেন লিটনও।

স্বাচ্ছন্দ্যেই সামলেছেন কিউই বোলারদের। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৬৯ রান। এর আগে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নেন রাহি ও তাসকিন। আর দ্বিতীয় দিনে ২ উইকেট পেয়েছেন মিরাজ। ৭ উইকেটে ১৪৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড একাদশ।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে খাঁটি গরুর দুধ বিক্রর নামে প্রতারণা

নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র

আপডেট: ০৭:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড একাদশের সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচ ড্র করেছে টাইগাররা।

দ্বিতীয় দিনে কিউই একাদশের ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে সাদমান দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল জয় স্কোর বোর্ডে যোগ করেন ৫০ রান।

ইনিংস লম্বা করতে পারেননি অধিনায়ক মমিনুল হক। তবে ব্যাট হাতে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন জয় ও মুশফিক। ৬৬ রান করে আসে দু’জনের ব্যাট থেকেই। উজ্জ্বল ছিলেন লিটনও।

স্বাচ্ছন্দ্যেই সামলেছেন কিউই বোলারদের। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৬৯ রান। এর আগে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নেন রাহি ও তাসকিন। আর দ্বিতীয় দিনে ২ উইকেট পেয়েছেন মিরাজ। ৭ উইকেটে ১৪৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড একাদশ।