মো. জামাল হোসেনঃ
আসন্ন ইউনিয়়়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ও মেহের দক্ষিন ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর রোববার সকাল ১০টায় মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জাবেদ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক হাজী ডাঃ মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযোদ্ধের ১নং সেক্টর কমান্ডার, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষেদর চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াছ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক মোঃ শফিউল আযম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতিকের মনোনয়ন প্রার্থীদের নাম বর্ধিত সভায় প্রস্তাব ও সমর্থন জানান।
এতে মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য জিয়াউল কবির দুলাল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ আব্দুর রশিদ পাটোয়ারী, আওয়ামলীগ নেতা মোঃ সোহেল পাটোয়ারী ও রিফাতুল আলম অলক। একই দিন বিকাল ৪টায় মেহের দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ভোলদিঘী কামিল মাদ্রাসা মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় বর্ধিত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ৬ জন প্রার্থীর নাম ও প্রস্তাব আসে। এতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সামছুদ্দিন টুলিপ, মোঃ আরিফুর রহমান মিজান, মোঃ ইকবাল হোসেন, সাবেক যুবলীগ নেতা বাহার উদ্দিন বোরহান গাজী ও মোঃ মাহবুবুর রহমান।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে প্রতিটি ইউনিয়নে দলীয় নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকের বিজয়ী নিশ্চিত করতে হবে।