নিশ্চিদ্র নিরাপত্তায় চাঁদপুরে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

  • আপডেট: ১২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
  • ০ Views

চাঁদপুর, ২৫ মে, সোমবার:

নিশ্চিদ্র নিরাপত্তায় চাঁদপুরের ৮ উপজেলায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষ ঈদগাহে নামাজ পড়তে না পড়লেও জেলার বিভিন্ন মসজিদে মসজিদে কয়েকটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

জেলা শহরের কয়েকটি মসজিদে ৩টি করে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজীগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদে ৩টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও হাজীগঞ্জের হযরত মাদ্দাখাঁহ রহ. জামে মসজিদে ২টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান তাঁর পরিবার নিয়ে ঘরে নামাজ আদায় করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানও তার সন্তানদের নিয়ে ঘরেই ঈদের নামাজ আদায় করেন।

পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম পুলিশ লাইনস জামে মসজিদে ঈদের জামায়াত আদায় করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. নাছিরউদ্দিন আহমেদ তার পরিবার নিয়ে ঘরে নামান আদায়ে করেন। একইভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারীও পরিবার নিয়ে ঘরেই ঈদের নামাজ আদায় করেন।

জেলার ফরিদগঞ্জ, হাইমচর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া ও শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

শিশুরা আগের মতো ঘরের বাহির হতে না পারলেও ঘরে বন্ধী অবস্থায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে তবে কোথাও কোথাও সড়কে দল বেঁধে কিশোরদের ঘুরতে দেখা গেছে।

ঈদের নামাজকে ঘিরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে নিশ্চিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। পুলিশের পাশা-পাশি ছিল র‌্যাবের উপস্থিতিও।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

নিশ্চিদ্র নিরাপত্তায় চাঁদপুরে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

আপডেট: ১২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০

চাঁদপুর, ২৫ মে, সোমবার:

নিশ্চিদ্র নিরাপত্তায় চাঁদপুরের ৮ উপজেলায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষ ঈদগাহে নামাজ পড়তে না পড়লেও জেলার বিভিন্ন মসজিদে মসজিদে কয়েকটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

জেলা শহরের কয়েকটি মসজিদে ৩টি করে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজীগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদে ৩টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও হাজীগঞ্জের হযরত মাদ্দাখাঁহ রহ. জামে মসজিদে ২টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান তাঁর পরিবার নিয়ে ঘরে নামাজ আদায় করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানও তার সন্তানদের নিয়ে ঘরেই ঈদের নামাজ আদায় করেন।

পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম পুলিশ লাইনস জামে মসজিদে ঈদের জামায়াত আদায় করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. নাছিরউদ্দিন আহমেদ তার পরিবার নিয়ে ঘরে নামান আদায়ে করেন। একইভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারীও পরিবার নিয়ে ঘরেই ঈদের নামাজ আদায় করেন।

জেলার ফরিদগঞ্জ, হাইমচর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া ও শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

শিশুরা আগের মতো ঘরের বাহির হতে না পারলেও ঘরে বন্ধী অবস্থায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে তবে কোথাও কোথাও সড়কে দল বেঁধে কিশোরদের ঘুরতে দেখা গেছে।

ঈদের নামাজকে ঘিরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে নিশ্চিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। পুলিশের পাশা-পাশি ছিল র‌্যাবের উপস্থিতিও।