চাঁদপুর, ১৯ মে, মঙ্গলবার:
করোনাভাইরাস পরিস্থিতির কারণে খাদ্য সংকট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে মৌসুমী সবজির বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর স্টেডিয়াম ভিআইপি প্যাভিলিয়নের সামনে করোনা প্রতিরোধকালীন সময়ে সেনাবাহিনীর চলমান কর্মসূচির অংশ হিসেবে ডেড়স, বেগুন, পুইশাক, লাউ ও ডাটার সাড়ে ৩শ’ মানুষের মাঝে ৭শ’ প্যাকেট বীজ বিতরণ করেন।
এ সময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ত্রিবীর অধিনায়ক মেজর মো. খায়েরুল ইসলাম ও ক্যাপ্টেন মো. তানভীর, জাকির ও জাকারিয়া জন।
মেজর মো. খায়েরুল ইসলাম বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। এর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী, স্বস্থ্যসম্মত মাস্ক, হ্যান্ডসেনিটাইজার বিতরণ করেছি। আমাদের মনে হয়ে মানুষের মাঝে কিছু উন্ন বীজ বিতরণ করা প্রয়োজন, তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষিকে সচল করার জন্য উন্নত সবজির কৃষি বীজ বিতরণ করা হয়েছে। এভাবে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।