হাজীগঞ্জ থানার প্রবেশদ্বারে জীবানু নাশক গেইট স্থাপন

  • আপডেট: ০৮:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
  • ৩০

গাজী মহিনউদ্দিন:

চাঁদপুরের হাজীগঞ্জ থানার প্রবেশ পথে জীবাণুনাশক গেইট স্থাপন করা হয়েছে। ওই গেইট দিয়ে প্রবেশ করলে অটোমেটিক শরীরে স্প্রে হয়ে যাবে।

“হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি তার ফেইসবুকে লিখেন মাননীয় ডিআইজি চট্টগ্রাম রেন্জ মহোদয় ও পুলিশ সুপার, চাঁদপুর জেলা মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে হাজীগন্জ থানার মুল ফটকে জিবানুনাশক চেম্বার স্থাপন করিলাম”

সোমবার (১১ মে) বিকালে এই চেম্বারের কা্যক্রম উদ্বোধন করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি।

তিনি বলেন, থানায় প্রতিনিয়ত মানুষের যাতায়াত হচ্ছে। সারাদেশে প্রশাসনিক বিভাগে পুলিশ সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত। তাই দেরিতে হলেও আমরা জীবানুনাশক চেম্বার করতে পেরেছি। এতোদিন হাতে স্প্রে করে থানায় প্রবেশের ব্যবস্থা রেখেছি।

তিনি আরো বলেন, এ গেইট দিয়ে প্রবেশ করে মুল গেইট অতিক্রম করে বেসিনে হাত দুয়ে থানায় ঢুকতে হবে। আমরাই প্রথম চাঁদপুরে এমন ব্যবস্থা করেছি।

উল্লেখ্য, চাঁদপুর সদর মডেল থানায় আটজন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। জেলায় পুলিশের নিরাপত্তায় বিভিন্ন থানায় এ জীবানু নাশক গেইট স্থাপন করা হচ্ছে।

Tag :
সর্বাধিক পঠিত

১৬ বছর ধরে গায়ের জোরে ক্ষমতায় ছিল আ. লীগ: এহছানুল হক মিলন

হাজীগঞ্জ থানার প্রবেশদ্বারে জীবানু নাশক গেইট স্থাপন

আপডেট: ০৮:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০

গাজী মহিনউদ্দিন:

চাঁদপুরের হাজীগঞ্জ থানার প্রবেশ পথে জীবাণুনাশক গেইট স্থাপন করা হয়েছে। ওই গেইট দিয়ে প্রবেশ করলে অটোমেটিক শরীরে স্প্রে হয়ে যাবে।

“হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি তার ফেইসবুকে লিখেন মাননীয় ডিআইজি চট্টগ্রাম রেন্জ মহোদয় ও পুলিশ সুপার, চাঁদপুর জেলা মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে হাজীগন্জ থানার মুল ফটকে জিবানুনাশক চেম্বার স্থাপন করিলাম”

সোমবার (১১ মে) বিকালে এই চেম্বারের কা্যক্রম উদ্বোধন করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি।

তিনি বলেন, থানায় প্রতিনিয়ত মানুষের যাতায়াত হচ্ছে। সারাদেশে প্রশাসনিক বিভাগে পুলিশ সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত। তাই দেরিতে হলেও আমরা জীবানুনাশক চেম্বার করতে পেরেছি। এতোদিন হাতে স্প্রে করে থানায় প্রবেশের ব্যবস্থা রেখেছি।

তিনি আরো বলেন, এ গেইট দিয়ে প্রবেশ করে মুল গেইট অতিক্রম করে বেসিনে হাত দুয়ে থানায় ঢুকতে হবে। আমরাই প্রথম চাঁদপুরে এমন ব্যবস্থা করেছি।

উল্লেখ্য, চাঁদপুর সদর মডেল থানায় আটজন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। জেলায় পুলিশের নিরাপত্তায় বিভিন্ন থানায় এ জীবানু নাশক গেইট স্থাপন করা হচ্ছে।