গাজী মহিনউদ্দিন:
করোনা ভাইরাস উদ্ভুত পরিস্থিতির কারণে সারা দেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জেও কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় এবং অনুপ্রেরণায় হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির নির্দেশে ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষকের জমি থেকে ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
২৬ এপ্রিল রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের নাটেহারা এলাকার কৃষাণী খুকী আক্তারের ২৪ শতাংশ জায়গা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আসে একদল ছাত্রলীগ নেতাকর্মী। প্রায় ১০/১৫ জনের একটি টিম সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এর আগেও গত ২১ ও ২২, ২৪, ২৫ এপ্রিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে দেন।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি জানান, মাননীয় শিক্ষামন্ত্রীর অনুপ্রেরণা এবং চাঁদপুর জেলা ও পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা আমাদের নিজ এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ কার্যক্রম চলতে থাকবে যতদিন মাঠে কৃষকের জমিতে ধান থাকবে।
তিনি আরো জানান, আমরা উপজেলার কৃষকের ধান কেটে দেবার জন্যে প্রস্তুত রয়েছি। কোন কৃষক ভাই যদি মনে করেন, ধান কাটতে আমাদের সহযোগিতা লাগবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমরা তার ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবো।
এদিকে ছাত্রলীগের এই মহতি উদ্যোগকে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। তাদের স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সচেতন মহল।
এ ছাত্রলীগের এ কর্ণধার আরো জানান, ধান কাটার জন্য হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ হট লাইন চালু করেছে। এ নম্বরে যে কেউ যোগাযোগ করলে তাদের ধান ছাত্রলীগ বিনাপারিশ্রমিকে কেটে বাড়ীতে পৌঁছে দেবে।