বিশেষ প্রতিনিধি:
চাঁদপুর জেলা ও উপজেলা থেকে করোনা ভাইরাসের সংগ্রহীত নমুনার অপেক্ষমান ৭৩টির মধ্যে ২৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের রিপের্ট প্রজেটিভ আর ২২জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। নতুন একজনসহ চাঁদপুর জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২জন।
শুক্রবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ গনামধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রজেটিভ রিপোর্ট আসা একজন হচ্ছেন সদর উপজেলার কামরাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ফয়সালের শ্যালিকা। তিনি ওই বাড়ীতেই আছেন। এর আগে ফয়সালের শ^শুরের রিপোর্ট প্রজেটিভ আসে। তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশেন ইউনিটে চিকিৎসাধীন।
আরো পড়ুন : ২৪ ঘন্টায় মৃত্যু ৪ নতুন আক্রান্ত ৫০৩
কামরাঙ্গায় নিহত ফয়সালের বাড়ী মতলব উত্তর উপজেলায়। তিনি থাকতেন নারায়নগঞ্জে। তিনি শ^শুরবাড়ীতে মৃত্যুর পরে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। ফয়সালসহ তার শ^শুর পরিবারের ৯ জনের করোনা রিপোর্টের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য বিভাগ। ৯ জনের মধ্যে মৃত ফয়সালসহ ৩জনের রিপোর্ট প্রজেটিভ এসেছে। অর্থাৎ ওই পরিবারের ৩ জন আক্রান্ত এবং বাকী ৬ জনের রিপোর্ট নেগেটিভ।
আরো পড়ুন;বাংলাদেশে হঠাৎ বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা
রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী জানান, নতুন আক্রান্ত নারী বিবাহিত। তার একজন শিশু সন্তান রয়েছে। তারও নমুনা সংগ্রহ করা হয়েছে। তার রিপোর্ট নেগেটিভ।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন জানান, প্রজেটিভ রিপোর্ট আসা নারীর শিশুকে মায়ের কাছ থেকে আলাদা রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ওই নারী বাড়ীতেই চিকিৎসা নিবেন। বেশী অসুস্থ্যতা দেখা দিলে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট এসেছে ১৮৪ জনের। শুক্রবারের ২৩জনসহ ঢাকা থেকে সর্বমোট রিপোর্ট এসেছে ২০৭ জনের। বর্তমানে ৫০ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।
আরো পড়ুন; চাঁদপুরে কারাগার থেকে মুক্তির অপেক্ষায় ১’শ ৪০ কয়েদী
অপরদিকে গত বুধ ও বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ফরিদগঞ্জ উপজেলার একজন নারী ও কিশোরীর মৃত্যু হয়। তাদের রিপোর্ট এখন পর্যন্ত জানা যায়নি।
জেলার প্রথম আক্রান্ত করোনা রোগী নারায়নগঞ্জ থেকে আগত মতলব উত্তরের জামাই সুজন সুস্থ্য হয়ে শ^শুর বাড়ীতে ফিরেছেন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিয়েছেন। তিনিও সুস্থ্য হয়ে উঠেছেন। আজ ঢাকা থেকে তার মতলবে আসার কথা রয়েছে। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত ল্যাব টেকনোলজিস্ট মো. ফারুক হোসেন এর রিপোর্ট নেগেটিভ এসেছে। ৪৮ ঘন্টা পরে তার আবারও নমুনা সংগ্রহ করে ঢাকায় রিপোর্ট পাঠানো হবে।